ওজন কমাতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আম খেতে হবে| ছবি—সংগৃহীত
গ্রীষ্মকালীন ফল হিসেবে অনেকেরই পছন্দের শীর্ষে আছে আম। ছোট-বড় সবাই আম পছন্দ করেন। আমাদের দেশে ভিন্ন ভিন্ন স্বাদ আর সুগন্ধের আম পাওয়া যায়। স্বাদে আর গন্ধে অতুলনীয়, সেই সঙ্গে পুষ্টিগুণেও ভরপুর আম। কিন্তু অনেকেই ওজন বাড়ার ভয়ে সুস্বাদু পুষ্টিকর এই ফল খেতে দ্বিধায় ভোগেন। কিন্তু আম কি আসলেই ওজন বাড়ায়?
মনে রাখবেন যেকোনো ক্যালরিসমৃদ্ধ খাবার শরীরের চাহিদার অতিরিক্ত খেলেই ওজন বাড়ে। কিন্তু আপনি যদি আপনার শরীরের চাহিদা অনুযায়ী আম খান তাহলে ওজন বাড়বে না বরং ওজন কমবে। আম খেলে ওজন বাড়বে নাকি ওজন কমবে, সেটা নির্ভর করে আপনি কখন আম খাচ্ছেন এবং কী পরিমাণ খাচ্ছেন।
খোসা ও আঁটি ছাড়া ১০০ গ্রাম আমে ৬৫-৭০ ক্যালরি থাকে। শর্করা ১৭ গ্রাম, ক্যালসিয়াম ১৫ মিলিগ্রাম, লৌহ ১ দশমিক ৫ মিলিগ্রাম, ভিটামিন এ থাকে ২২০০ মাইক্রোগ্রামের ওপর। আঁশ আছে ৪ গ্রাম। পটাশিয়াম ১০০ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ১৬০ মিলিগ্রাম, লাইকোপেন প্রায় ১২ মিলিগ্রাম। আমের গ্লাইসিমিক ইনডেক্স ৬৫-৭৫-এর মধ্য।
অপর দিকে ১০০ গ্রাম সেদ্ধ ভাতে ক্যালরির পরিমাণ প্রায় ১২৫ এবং কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় ২৫ গ্রাম। আবার সেদ্ধ ভাতের গ্লাইসিমিক ইনডেক্সও ৭০-এর কাছাকাছি। অর্থাৎ আমের চেয়ে ভাতে ক্যালরি বেশি। কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান আমে বেশি থাকে। তাই আমাদের প্রধান খাবার ভাতের পরিবর্তে শর্করার উৎস হিসেবে নিশ্চিন্তে পরিমিত পরিমাণে আম খাওয়া যেতে পারে।
তাহলে সমস্যাটা কোথায়?
আমরা মূলত ভুল নিয়মে আম খেতে অভ্যস্ত। আমরা সাধারণত প্রধান খাবারের পরে ডেজার্ট হিসেবে আম খাই। অথবা স্ন্যাক্সের সঙ্গে আম খেতে অভ্যস্ত। অনেকেই রুটি বা দুধভাতের সঙ্গে আম খাচ্ছেন, এ কারণে ক্যালরি বাড়তি হয়ে যাচ্ছে। রুটি ও ভাত দুটোই কার্বোহাইড্রেট বা শর্করাসমৃদ্ধ খাবার। অপর দিকে আমও কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার।
বেশির ভাগ মানুষ রাতের প্রধান খাবারের পরে আম খেয়ে থাকেন, যা ওজন এবং রক্তের সুগার খুব দ্রুত বাড়িয়ে দেয়। কারণ, রাতের খাবারের পরে আম খেয়ে আমরা ঘুমাতে চলে যাই। কোনো শারীরিক পরিশ্রম থাকে না। তাই ক্যালরি বার্ন হওয়ার কোনো সুযোগ থাকে না। ক্যালরিযুক্ত খাবারের সঙ্গেই আম খাওয়া হচ্ছে। ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকছে।
খাবার তালিকায় সকালের নাশতায় ২টা রুটি, একটা ডিম ও এক বাটি সবজি থাকলে সকালের ওই নাশতার পরিবর্তে প্রায় ৩০০-৩৫০ গ্রাম আম (পাল্প) খেতে পারবেন, যা প্রায় দুইটা বড় বা তিনটা মাঝারি আকারের আমের সমান। এর সঙ্গে অন্য কিছু খাওয়া যাবে না। অনেকেই মনে করেন খালি পেটে আম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আম কোনো টকজাতীয় ফল নয়, তাই আম খেলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা খুবই কম।
ওজন কমাতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আম খেতে হবে।
আম খেলেই ওজন বাড়বে এই তথ্য সঠিক নয়। আম খেলে ওজন বাড়বে নাকি ওজন কমবে, সেটা নির্ভর করবে আপনি কখন আম খাচ্ছেন, কী পরিমাণ খাচ্ছেন এবং কীভাবে খাচ্ছেন তার ওপর। তাই আম খাওয়া নিয়ে দুশ্চিন্তা না করে নিয়ম মেনে বুঝেশুনে আম খান।
বিষয় : আম গ্রীষ্মকালীন ফল ফল ক্যালরিসমৃদ্ধ খাবার
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh