× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ট্রাভেল ফেয়ার ২০২৫, চিকিৎসা পর্যটনে চমক আনলো 'সুহা ট্রাভেলস থাইল্যান্ড'

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫, ১৮:২৮ পিএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৪৩ পিএম

১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) একটি স্টলে মেডিকেল ট্যুরিজমের বিশেষ প্যাকেজ সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দিচ্ছেন 'সুহা ট্রাভেলস থাইল্যান্ড'-এর কর্মকর্তারা।

মেডিকেল ট্যুরিজমে নতুন দিগন্ত উন্মোচন করেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ) থাইল্যান্ডের ১৫টি নামকরা হাসপাতালের বিশ্বমানের সেবাকে এক ছাতার নিচে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। দ্রুততম সময়ে মেডিকেল ভিসা, বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং এয়ার অ্যাম্বুলেন্স সুবিধাসহ নানা অফার নিয়ে মেলায় ব্যাপক সাড়া ফেলেছে তারা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী বিটিটিএফ-এর মেলা ঘুরে সুহা ট্রাভেলসের কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। মেলায় প্রতিষ্ঠানটির স্টল নম্বর (দ্বিতীয় তলার সেলিবেরিটি হল) ৩১, ৩২, ৪৩ ও ৪৪।

দ্রুততম সময়ে ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট: মাত্র তিন থেকে চার কার্যদিবসের মধ্যে থাইল্যান্ডের মেডিকেল ভিসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়।

বিশাল ডাক্তার প্যানেল: থাইল্যান্ডের ১৫টি স্বনামধন্য হাসপাতালের তিন শতাধিক ডাক্তার ও বিশেষজ্ঞের সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যায়।

বিশেষায়িত সেবা: এয়ার অ্যাম্বুলেন্স, দোভাষী, ঔষধের ব্যবস্থা, টিকেট এবং থাকা-খাওয়ার সুব্যবস্থাও করে সুহা ট্রাভেলস।

সুহা ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সোলায়মান বলেন, "অত্যাধুনিক চিকিৎসা সেবার জন্য থাইল্যান্ড বিশ্বব্যাপী জনপ্রিয়। আমরা চেষ্টা করেছি ১৫টি নামকরা হাসপাতালের তিন শতাধিক ডাক্তার এবং বিশেষজ্ঞদের এক ছাতার নিচে নিয়ে আসতে। সবচেয়ে কম সময়ের মধ্যে ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট করাই আমাদের মূল লক্ষ্য।"

ইতিমধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক সাড়া ফেলেছে 'সুহা ট্রাভেলস থাইল্যান্ড'। প্রতিষ্ঠানটির এই বিশেষ সেবার কারণে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ একাধিক দেশের মানুষদের কাছে তারা দ্রুত বিশ্বস্ততা অর্জন করেছে। ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে (সুকুম্ভিত সই-১১) পাঁচ তারকা হোটেল অ্যাম্বাসেডরে তাদের নিজস্ব ফার্মেসি ও অফিস রয়েছে।

মেডিকেল ট্যুরিজম বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট-সংক্রান্ত যেকোনো সেবা পেতে প্রতিষ্ঠানটির নিজস্ব হটলাইনে যোগাযোগ করা যেতে পারে:

  • হটলাইন: +৬৬৯৬৭৮০৪৩৪৭, +৬৬৯৭০৩০৯৭৬২
  • ওয়েবসাইট: www.suhatrip.com

বিষয় : বিটিটিএফ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.