× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রিভেরি স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৫, ২২:১৫ পিএম । আপডেটঃ ১৩ অক্টোবর ২০২৫, ২২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

শিশুদের মধ্যে মৌখিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রিভেরি স্কুলে উদযাপিত হয়েছে ‘ওরাল হাইজিন সপ্তাহ’। সোমবার (১৩ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বেগ ডেন্টাল কেয়ার ও ওয়াদা ওয়েলনেস কেয়ার।

প্লে গ্রুপ থেকে গ্রেড–২ পর্যন্ত প্রায় ৪৬২ জন শিক্ষার্থী অংশ নেয় এই বিশেষ কার্যক্রমে। এর মূল উদ্দেশ্য ছিল শিশুদের শুরু থেকেই মুখের যত্নের অভ্যাস গড়ে তোলা এবং মৌখিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক ধারণা প্রদান।

পরীক্ষায় দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশের মৌখিক স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে। তবে ৩০ শতাংশ শিক্ষার্থীর মুখের যত্নে আরও মনোযোগ প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্বেগজনকভাবে, ১০ শতাংশ শিক্ষার্থীকে বিশেষ ডেন্টাল যত্নের আওতায় আনার প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে।

শিশুদের উৎসাহিত করতে পরিষ্কার ও যত্নশীল মুখগহ্বর পাওয়া গেছে এমন শিক্ষার্থীদের রঙিন পেন্সিল বক্স উপহার দেওয়া হয়।

পুরো কার্যক্রমটি পরিচালনা করেন বেগ ডেন্টাল কেয়ারের বিশেষজ্ঞ দল। এতে নেতৃত্ব দেন ডা. রফিকুস সালেহীন বেগ ও ডা. তাজিন রফিক। তাদের সঙ্গে ছিলেন আরও সাতজন দন্তচিকিৎসক ও দুজন সহকর্মী।

চিকিৎসকরা শিশুদের মুখের স্বাস্থ্যবিধি রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন অভ্যাসে ব্রাশ ও মুখের যত্নের সঠিক পদ্ধতি তুলে ধরেন।

এছাড়া বেগ ডেন্টাল এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তাসম্বলিত হেলথ কার্ড প্রদান করে, যা শিশুদের মানসিক ও নৈতিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

রিভেরি স্কুলের প্রিন্সিপাল সায়েদা নওরিন রেজা আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রতিবছর আমাদের স্কুলে হেলথ অ্যান্ড হাইজিন উইক পালন করা হয়। তবে এবার বাচ্চারা অনেক বেশি আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে। প্রতিটি সেশন তারা উপভোগ করেছে, বিভিন্ন গিফট পেয়েছে, এবং মুখের যত্ন সম্পর্কে নতুন কিছু শিখেছে। আমরা আয়োজকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

বেগ ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ জানায়, এই ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মুখের যত্নের ইতিবাচক অভ্যাস গড়ে ওঠে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.