সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও নয়জনের (৯) মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনের হিসাবে সর্বোচ্চ। এই সময়ে মোট ১০৪২ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতদের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং চট্টগ্রাম বিভাগের। এই নয়জনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে।
নতুন ১০৪২ জনসহ এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন মোট ২ হাজার ৪৩৯ জন রোগী। এদের মধ্যে ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৬৫২ জন, যা ইঙ্গিত দেয় ডেঙ্গু সংক্রমণ এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে।