× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এই বছর একদিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪০ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৯ জনে এবং মোট রোগীর সংখ্যা ৪১,৮৩১ জনে।

মৃত্যুর সংখ্যা: সেপ্টেম্বর মাসে রেকর্ড

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন মারা গেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের এবং ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল ও চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের বয়স ২৪ থেকে ৬৫ বছরের মধ্যে।

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় যে ৭৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ২৩৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ১৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে বাকি রোগীরা ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,০২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৭৫৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১,২৬৫ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০,৬৮৪ জন রোগী ভর্তি হয়েছিলেন জুলাই মাসে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১০,৩৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.