× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়ালো

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪ পিএম । আপডেটঃ ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ এক দিনে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬১ জনে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪১ জন। এতে চলতি বছরের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া একজন খুলনা বিভাগের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন। এছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৮ জন ও ময়মনসিংহে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে ডিসেম্বরের এপর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। 

গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। গত বছর এক হাজার ৭০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। দেশের ইতিহাসে এটি এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ প্রাণহানি। এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই বছর ৩০০ জনের মতো মারা যান। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা ছিল না। তবে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।

বিষয় : ডেঙ্গু

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.