× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যান্ড্রয়ডে অটোতে যুক্ত হচ্ছে ক্রোম ব্রাউজার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩ এএম

অ্যান্ড্রয়েড অটো

অ্যান্ড্রয়েড অটো অ্যাপে যুক্ত হচ্ছে ক্রোম ব্রাউজার। গাড়িতে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে নিজেদের অ্যান্ড্রয়েড অটো অ্যাপে ক্রোম ব্রাউজার যুক্ত করার পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে গুগল। 

প্রাথমিকভাবে ভলভো, পলস্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে ক্রোম ব্রাউজার ব্যবহারের সুযোগ মিলবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) এ ঘোষণা দিয়েছে গুগল।

পোলস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস ইনজেনল্যাথ জানিয়েছেন, আমাদের গাড়িতে ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে, এটা খুবই আনন্দের সংবাদ। ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। 

তিনি আরও জানান, নিজেদের পছন্দের বিষয়গুলো অনলাইন থেকে সহজে খুঁজে পাওয়া যাবে। তবে ক্রোম ব্রাউজার যুক্ত না হওয়া পর্যন্ত পোলস্টার গাড়িতে ভিভালদি নামের অন্য একটি ব্রাউজার ব্যবহার করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.