এখন স্মার্টফোনের পাশাপাশি গাড়িতে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে। এই উদ্যোগটি নিয়েছে জার্মানির জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেই তাদের নির্দিষ্ট মডেলের গাড়িতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ যুক্ত করা হবে। প্রাথমিকভাবে ইউরোপের ভক্সওয়াগন ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও একই ধরনের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ভক্সওয়াগনের তথ্যমতে, ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটজিপিটি চ্যাটবটটি গাড়িতে মূলত ‘ইন-কার ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করবে। এর ফলে চালকেরা সহজেই চ্যাটজিপিটির মাধ্যমে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের কার্যকারিতা জানার পাশাপাশি সেগুলো মেরামতের দিকনির্দেশনা জানতে পারবেন।
বর্তমানে অ্যালেক্সা ও গুগলের ভয়েস কমান্ডের মতো বিভিন্ন প্রযুক্তি গাড়িতে ব্যবহার করা যায়। গাড়িতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও বেশি সুবিধা পাওয়া যাবে।