× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরিত্রের গোপন দিক বলে দেবে আঙুলের নখ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

৩০ জুন ২০২৪, ০০:৩১ এএম । আপডেটঃ ৩০ জুন ২০২৪, ০০:৩১ এএম

ফাইল ছবি

কারও সঙ্গে না মিশলে সাধারণত ভালোভাবে তার ব্যক্তিত্ব কিংবা চরিত্র সম্পর্কে জানা ও বোঝা যায় না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কাছে যেতে হবে না, দূর থেকে আঙুলের নখ দেখেই বোঝা যাবে ব্যক্তি কেমন স্বভাবের।

আঙুলের নখের আকৃতি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কারও নখ লম্বা, আবার কারও নখ চওড়া। প্রতিটি আকৃতির ওপর ভিত্তি করে ব্যক্তিত্ব অনুমান করা যেতে পারে। নখের আকৃতি একজন ব্যক্তির বৈশিষ্ট্য এবং গুণাবলীর পূর্বাভাস দিতে পারে।

যদি কারও নখের আকৃতি চওড়া হয়, তাহলে সে স্বাভাবিকভাবেই মুক্তমনা হয়। সরাসরি, স্পষ্টভাবে অনুভূতি প্রকাশ করেন। কঠোর পরিশ্রমী মনোভাবও আছে তার।

এই ধরনের মানুষেরা লক্ষ্যের চেয়ে এক মাইল বেশি পৌঁছনোর চেষ্টা করে থাকেন। তারা বিশ্বস্ত হয়ে থাকেন। অন্যরা তাদের সঙ্গে কাজ করে নিরাপদ বোধ করেন। কাজগুলো যথাসময়ে সম্পন্ন করে থাকেন।

ব্যক্তিগত এবং পেশাগত জীবনে তারা সফল। প্রতিশ্রুতি রাখেন। অন্যদের প্রতি সদয় হয়ে থাকেন। এমন কিছু সময় আছে যখন তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন। এটি পরিস্থিতির ওপর নির্ভর করে ভালো বা খারাপ হতে পারে।

ব্যক্তির নখ যত লম্বা, সে তত বেশি সৃজনশীল। অন্যের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। শৈল্পিকভাবে যেকোনো জিনিস প্রকাশ করতে পারেন।

এই ধরনের মানুষেরা সংগীত, নৃত্য এবং অন্যান্য শিল্পে পারদর্শী হতে পারেন। অন্যদের আকৃষ্ট করেন। কল্পনা শক্তি বেশি। কাজে দুর্দান্ত নির্ভুলতা দেখান। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করে থাকেন। তারা সেরাটা দেওয়ার চেষ্টা করে থাকেন। তারা সাধারণত মৃদুভাষী, সরল হয়ে থাকেন। নম্র এবং বাধ্য প্রকৃতির।

বিষয় : হাতের নখ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.