× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যান্ড্রয়েড ফোনে রিকভারি মোড ব্যবহার করবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৮ জুন ২০২৪, ০৪:৫৯ এএম । আপডেটঃ ০৮ জুন ২০২৪, ০৪:৫৯ এএম

প্রতীকী ছবি

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করতে নিয়মিত হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে থাকে গুগল। কিন্তু অনেক সময় অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ পুরোনো মডেলের স্মার্টফোন পুরোপুরি সমর্থন করে না। 

ফলে ফোনে অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ ব্যবহার করা গেলেও বিভিন্ন ধরনের সমস্যা হয়। এ ছাড়া সিস্টেমে পরিবর্তনসহ বিভিন্ন কারণে অনেক সময় ফোন ঠিকমতো কাজ করে না। অ্যান্ড্রয়েডের ‘রিকভারি মোড’ কাজে লাগিয়ে চাইলেই বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। এ ছাড়া ফোন হার্ড রিসেট বা কাস্টম রম ইনস্টলও করা যায় রিকভারি মোডের মাধ্যমে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের রিকভারি মোড ব্যবহারের জন্য প্রথমেই ফোন বন্ধ করতে হবে। 

এরপর পাওয়ার ও ভলিউম ডাউন বাটন একসঙ্গে চেপে কিছুক্ষণ ধরে রাখতে হবে। 

এবার বিভিন্ন অপশন দেখা যাবে। ভলিউম বাটন চেপে ধরে রিকভারি মোড অপশন নির্বাচন করতে হবে। 

এরপর রিবুট, বুটলোডার, ফ্যাক্টরি রিসেট, রিকভারি লগস, পাওয়ার অব বিভিন্ন অপশন পাওয়া যাবে। 

এরপর ফোনের সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় অপশন নির্বাচন করতে হবে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.