× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে এক মাসে আইফোনের বিক্রি বেড়েছে ৫২ শতাংশ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ মে ২০২৪, ০০:১৩ এএম । আপডেটঃ ২৯ মে ২০২৪, ০০:১৩ এএম

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন আইফোনের বাজারের রীতিমতো উল্লম্ফণ ঘটেছে চীনে। দেশটির সরকারি একটি বাজার বিশ্লেষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত এপ্রিলে চীনে আইফোনের বিভিন্ন সিরিজের ফোন বিক্রি হয়েছে ৩৪ লাখ ৯৫ হাজার, যা পূর্ববর্তী মার্চ মাসের তুলনায় ৫২ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারী জায়ান্ট অ্যাপলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে, তবে এশিয়ার বাজারে এই কোম্পাটিকে এশীয় বিভিন্ন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। এই প্রতিযোগিতা সবচেয়ে বেশি ঘটে চীনের বাজারে।

৪১ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত চীন এশিয়ায় অ্যাপলের সবচেয়ে বড় বাজারগুলোর একটি, কিন্তু এখানে অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম হুয়াওয়ে। এছাড়া অন্যান্য এশীয় কোম্পানির ফোনের বাজারও এই মহাদেশের বিভিন্ন দেশে বেশ চাঙ্গা।

২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই হুয়াওয়ের সঙ্গে প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়েছিল অ্যাপল। বছরের প্রথম দুই মাসে চীনে আইফোনের বিক্রি স্বাভাবিক পর্যায়ের চেয়ে কমে গিয়েছিল ৩৭ শতাংশ।

তবে ফোনের মূল্য কমানো এবং ডিসকাউন্টের হার দ্বিগুণ করার মাধ্যমে মার্চ থেকে ফের পুরোনো বাজার ফিরে পাওয়া চেষ্টা শুরু করে অ্যাপল এবং তাতে খানিকা সফলও হয়। ওই মাসে চীনে আইফোনের বিক্রি বাড়ে ১২ শতাংশ।

সেই ধারাই অব্যাহত ছিল এপ্রিল এবং ধারণা করা হচ্ছে, চলতি মে মাসে এবং সামনের দিনগুলোতেও এই ধারা বজায় থাকবে। কারণ এখনও চীনের বাজারে আইফোনের বিভিন্ন মডেল গড়ে ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

তবে এখনও গত ২০২৩ সালের তুলনায় পিছিয়ে আছে অ্যাপল। সম্প্রতি মার্কিন এই কোম্পানির সিইও টিক কুকও স্বীকার করেছেন যে ২০২৩ সালের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে চীনে আইফোনের বিক্রি ৮ দশমিক ১ শতাংশ কমেছে।

এদিকে চীনে অ্যাপলের বাজার যখন সংকুচিত হচ্ছে, সে সময় দেশটিতে উঠতে শুরু করেছে হুয়াওয়ে। বর্তমানে জনপ্রিয়তার বিচারে অ্যাপলের পরেই রয়েছে হুয়াওয়ের বিভিন্ন সিরিসের স্মার্টফোন।

চীনে অবশ্য চলতি বছর সার্বিকভাবেই চাঙাভাব পরিলক্ষিত হচ্ছে মোবাইল ফোনের বাজারে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে মে মাসের তুলনায় ২০২৪ সালের জানুয়ারি-মে’তে সব কোম্পানির স্মার্টফোনের বিক্রি বেড়েছে ২৫ দশমিক ৫ শতাংশ।

বিষয় : চীন আইফোন

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.