× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুগল মিটের পটভূমিতে ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার করবেন যেভাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৫ মে ২০২৪, ০৪:৩৯ এএম । আপডেটঃ ২৫ মে ২০২৪, ০৪:৩৯ এএম

প্রতীকী ছবি

অনলাইনে বৈঠক করার জন্য অনেকেই নিয়মিত ‘গুগল মিট’ ব্যবহার করেন। খুব সহজে অনলাইনে বৈঠকের লিংক তৈরির সুযোগ থাকায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছে গুগলের তৈরি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটি।

প্রাতিষ্ঠানিক কাজে অনলাইন বৈঠক করার জন্য সাধারণত নির্দিষ্ট ধরনের পটভূমি ব্যবহার করতে হয়। তবে অনেকেই অনলাইনে প্রাতিষ্ঠানিক বৈঠক করার উপযোগী পটভূমি খুঁজে পান না। ফলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

এ সমস্যা সমাধানে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে পছন্দের পটভূমি ব্যবহারের সুযোগ দিয়ে থাকে গুগল মিট। গুগল মিটের পটভূমিতে ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটার থেকে গুগল মিটে প্রবেশ করে ‘মিটিং’ অপশনে প্রবেশ করতে হবে।

এরপর প্রদর্শিত অপশন থেকে তিনটি ডট মেনুতে ট্যাপ করলে একটি পপআপ বক্স দেখা যাবে। বক্সে থাকা ‘অ্যাপ্লাই ভিজ্যুয়াল ইফেক্ট’ অপশনে ক্লিক করলে পরের পৃষ্ঠায় ‘ইফেক্টস’–এর নিচে ‘প্রফেশনাল’সহ বিভিন্ন অপশন পাওয়া যাবে। নির্দিষ্ট অপশনে ক্লিক করলে সে বিষয়ের একাধিক ভিজ্যুয়াল ইফেক্ট দেখাবে গুগল মিট।

এবার পছন্দের ভিজ্যুয়াল ইফেক্টটি নির্বাচন করলেই সেটি অনলাইন বৈঠকের সময় পটভূমিতে দেখা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.