× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেসেজেস অ্যাপে পাঠানো বার্তা সম্পাদনাও করা যাবে

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মে ২০২৪, ১০:৩৭ এএম । আপডেটঃ ১৯ মে ২০২৪, ১০:৩৭ এএম

প্রতীকী ছবি

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। কিন্তু মনের ভুলে বা ব্যস্ততার কারণে পাঠানো বার্তায় বানান ভুল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়। 

ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকে। এ সমস্যা সমাধানে মেসেজেস অ্যাপে পাঠানো বার্তা সম্পাদনা করার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল।

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পাঠানো যেকোনো বার্তার বানান পরিবর্তনসহ নতুন তথ্য যুক্ত করতে পারবেন। তবে মন চাইলেই যেকোনো সময় পাঠানো বার্তার তথ্য পরিবর্তন করা যাবে না। বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে সম্পাদনা করতে হবে। চাইলে পাঠানো বার্তা এক বা একাধিকবার সম্পাদনাও করা যাবে। এর মাধ্যমে সহজেই তথ্যগত ভুল এড়ানো সম্ভব হবে।

বার্তা সম্পাদনার সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই প্রাথমিকভাবে মেসেজেস অ্যাপের নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন। শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এ সুবিধা ব্যবহার করা যাবে।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোন এরিনা জানিয়েছে, মেসেজেস অ্যাপের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে পাঠানো বার্তা সম্পাদনার জন্য পেনসিল আইকন যুক্ত করা হয়েছে। তবে আইকনটির মাধ্যমে পাঠানো বার্তা সম্পাদনার জন্য প্রেরক ও প্রাপক উভয়কেই একই সংস্করণ ব্যবহার করতে হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.