× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুল চার্জে ২০১ কিলোমিটার পথ চলতে পারে এই মিনি ইলেকট্রিক গাড়ি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ মে ২০২৪, ০৪:০৪ এএম । আপডেটঃ ১৩ মে ২০২৪, ০৪:০৪ এএম

ছবি: সংগৃহীত

শিগগিরই বাজারে আসছে ভিনফাস্ট ব্র্যান্ডের তৈরি মিনি ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি ফুল চার্জে ২০১ কিলোমিটার পথ চলতে পারবে। এটি হবে মিনি ইলেকট্রিক এসইউভি। আয়তনে ছোট হলেও পারফরম্যান্স দুরন্ত। লুকে হার মানাবে নামী দামি গাড়িকেও। এটি এমজি কমেট গাড়িটিকে চ্যালেঞ্জ দিতে পারে। এ বছর বিশ্বব্যাপী উন্মোচন হয়েছে ভিনফাস্ট মিনি ই-এসইউভি। ভিয়েতনামের এই অটোমোবাইল সংস্থার নতুন ব্যাটারিচালিত বাহনের মডেল ভিএফ৩। এই মিনি ইলেকট্রিক গাড়ির দাম ১০ লাখের মধ্যে। 

আল্ট্রা কম্প্যাক্ট ব্যাটারি রয়েছে গাড়িতে। ভিনফাস্ট ভিএফ৩ মডেল লম্বায় ৩১৯০ মিলিমিটার। চওড়ায় ১৬৭৯ মিলিমিটার, উচ্চতা ১৬২০ মিলিমিটার। যা এমজি কমেটের থেকে সামান্য লম্বা ও চওড়া। তবে টাটা টিয়াগো ইভির থেকে আয়তনে ছোট। এই গাড়িতে একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে। নির্মাতা সংস্থার দাবি, গাড়িটি ফুল চার্জে ২০১ কিলোমিটার পথ যেতে পারে। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে চালক ও যাত্রীদের বিনোদনের জন্য একাধিক ফিচার্স যুক্ত করা হয়েছে গাড়িতে। যেমন পাবেন ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপল কারপ্লে ও অ্যানড্রয়েড অটো কানেক্টিভিটি, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, টু স্পোক স্টিয়ারিং হুইল এবং ক্রুজ কন্ট্রোল।

গাড়ির দ্বিতীয় সারির যে আসন রয়েছে সম্পূর্ণ ফোল্ড করা যাবে। ফলে বুট স্পেস বেশি পাওয়া যাবে। গাড়ির সর্বমোট বুট স্পেস ৫৫০ লিটার। নিত্য যাত্রীদের জন্য এই গাড়ি কার্যকর এবং আরামদায়ক বলে দাবি করেছে সংস্থা। দুটি দরজা রয়েছে গাড়িতে। মিলবে ১৬ ইঞ্চি চাকা। বর্তমানে এমজি কমেট যাত্রীদের যেমন পরিষেবা দেয় ঠিক তেমনই পরিষেবা দেবে এই গাড়ি। তবে আকার আয়তনে রয়েছে তফাৎ। এটি অনেকটাই বক্সি কম্প্যাক্ট ডিজাইনের গাড়ি। এক চোখ দেখে মারুতির হ্যাচব্যাক এস-প্রেসো মনে হতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.