পিডিএফ ফাইল পড়ার জনপ্রিয় সফটওয়্যার অ্যাক্রোব্যাট রিডারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহকারী যুক্ত করেছে অ্যাডোবি। অ্যাক্রোব্যাট এআই অ্যাসিস্ট্যান্ট নামের এই এআই সহকারীর মাধ্যমে খুব সহজেই পিডিএফ ফাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।
চাইলে পিডিএফ ফাইলে থাকা বিভিন্ন তথ্য সম্পর্কে প্রশ্নও করা যাবে এআই সহকারীকে। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় লেখা পিডিএফ ফাইলের তথ্য জানতে এআই সহকারী ব্যবহার করা যাবে।
অ্যাডোবি ডকুমেন্ট ক্লাউডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অভিজ্ঞান মডি জানিয়েছেন, তিন দশকের বেশি সময় ধরে পিডিএফ ফাইল পড়ার জন্য অ্যাক্রোব্যাট রিডার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে। নতুন জেনারেটিভ এআই প্রযুক্তিনির্ভর ভার্চ্যুয়াল সহকারী চালুর ফলে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের গতি বাড়বে।
অ্যাডোবির তথ্যমতে, অ্যাক্রোব্যাট এআই অ্যাসিস্ট্যান্ট কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই পিডিএফ ফাইলে থাকা বিভিন্ন তথ্যের প্রয়োজনীয় অংশ দ্রুত চিহ্নিত করে পড়তে পারবেন। চাইলে পিডিএফ ফাইলে থাকা তথ্যের সারসংক্ষেপ জানার পাশাপাশি সেগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন ও প্রেজেন্টেশন তৈরি করা যাবে। প্রাথমিকভাবে অ্যাডোবির এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা কম্পিউটার, স্মার্টফোন ও ওয়েব সংস্করণে অ্যাক্রোব্যাট এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন।
অ্যাক্রোব্যাট এআই অ্যাসিস্ট্যান্ট পিডিএফ ফাইল থেকে তথ্য খুঁজে দিলেও ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হবে না বলে জানিয়েছে অ্যাডোবি। এমনকি তথ্যগুলোর মাধ্যমে কোনো এআই ল্যাংগুয়েজ মডেলকেও প্রশিক্ষণ দেওয়া হবে না। ফলে ব্যবহারকারীদের সব তথ্য নিরাপদ থাকবে।