× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুম ও গুগল মিটের মতো অনলাইনে সভা করার সুযোগ চালু করছে এক্স

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০২ মে ২০২৪, ০৩:০৫ এএম । আপডেটঃ ০২ মে ২০২৪, ০৩:০৫ এএম

ছবি: সংগৃহীত

ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম ও গুগল মিটের মতো অনলাইনে সভা করার সুযোগ দিতে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। ‘এক্স কনফারেন্সেস’ নামের এ সুবিধা চালু হলে এক্সে অডিও-ভিডিও কল করার পাশাপাশি একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে অনলাইনে সভা করা যাবে। এক্সের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম এক্স ডেইলি নিউজ এ তথ্য জানিয়েছে।

এক্সে প্রকাশিত এক্স ডেইলি নিউজের পোস্টের স্ক্রিনশটে দেখা গেছে, এক্সে ‘জবস’ ও ‘ক্রিয়েট ইউর স্পেসেস’–এর নিচেই ‘কনফারেন্সেস’ নামের একটি অপশন রয়েছে। কনফারেন্সেস অপশনটির মাধ্যমে একসঙ্গে একাধিক ব্যবহারকারী কনফারেন্স কলে যোগ দিতে পারছেন। তবে এক্সে বর্তমানে চালু থাকা স্পেসেস ও কনফারেন্স অপশনের মধ্যে পার্থক্য রয়েছে। স্পেসেস অপশনে ট্যাপ করার পর যেসব ব্রডকাস্ট চ্যানেল চালু রয়েছে, সেগুলোর তালিকা দেখা যায় ও পছন্দের ব্রডকাস্টে ট্যাপ করে যুক্ত হওয়া যায়। তবে অন্যদের চালু করা কনফারেন্সেস অপশনে চাইলেই সবাই যুক্ত হতে পারেন না। গুগল মিট বা জুমের মতো নির্দিষ্ট লিংকের মাধ্যমে কনফারেন্সেস অপশনটি ব্যবহার করতে হয়।

ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর বিভিন্ন অ্যাপের জনপ্রিয় সুবিধাগুলো এক্সে যুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় এক্সে অডিও-ভিডিও কল করার পাশাপাশি লাইভ ভিডিও সুবিধা চালু করা হয়েছে। এমনকি স্ট্রিমিং করার জন্য টেলিভিশন অ্যাপের পাশাপাশি ‘এক্স জব সার্চ’ নামে চাকরি খোঁজার টুলও চালু করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.