কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর নকল করছে একদল প্রতারক। পরে কৃত্রিম কণ্ঠস্বর কাজে লাগিয়ে সেই ব্যক্তির আত্মীয় বা পরিচিতদের কাছে ফোন করে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসবাসকারী এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ফোন করে হ্যাকাররা। ফোনকলে তাঁর ভাতিজার কণ্ঠস্বর নকল করে অডিও বার্তা শোনানো হয়। হ্যাকাররা জানায়, সেই শিশুকে অপহরণ করা হয়েছে।
কণ্ঠস্বর নকল করে কেউ প্রতারণা করছে কি না, তা যাচাইয়ের জন্য বেশ কিছু বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। এ ধরনের ঘটনা ঘটলে বোঝার চেষ্টা করতে হবে এটি জরুরি কোনো ঘটনা নাকি কেউ ব্ল্যাকমেল করছে। সাধারণত হ্যাকাররা এমন পরিস্থিতিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও আতঙ্ক তৈরি করে।
এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা একেবারেই নতুন কৌশল। তাই হ্যাকাররাও এতে খুব বেশি পারদর্শী নয় বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। আর তাই ফোনকলের কণ্ঠ শুনে বোঝার চেষ্টা করতে হবে কণ্ঠস্বরে কোনো ধরনের কৃত্রিমত্তা রয়েছে কি না ।