× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ এপ্রিল ২০২৪, ১৩:১২ পিএম । আপডেটঃ ২৮ এপ্রিল ২০২৪, ১৩:১৪ পিএম

আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬ মডেলের ল্যাপটপ

একই সঙ্গে একাধিক কাজ করার সুযোগ দিতে দুটি ১৪ ইঞ্চি ওলেড পর্দাযুক্ত ল্যাপটপ তৈরি করেছে আসুস।

আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬ মডেলের ল্যাপটপটিতে থাকা পর্দাগুলো একসঙ্গে বা খুলে আলাদাভাবে ব্যবহার করা যায়।

শিগগিরই ল্যাপটপটি দেশের বাজারে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছে আসুস বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বিল্ট-ইন কিকস্ট্যান্ড থাকায় ১২০ হার্টজের ওলেড টাচস্ক্রিন সুবিধার পর্দাগুলোর অবস্থান পরিবর্তন করে সহজেই ল্যাপটপটিকে ডুয়াল স্ক্রিন, ডেস্কটপ, ল্যাপটপ এবং শেয়ারিং মোডে ব্যবহার করা যায়।

শুধু তা–ই নয়, ল্যাপটপটিতে ব্লু-টুথ কি–বোর্ডও রয়েছে। ফলে কি–বোর্ডটি ল্যাপটপ থেকে আলাদা করেও বিভিন্ন কাজ করা সম্ভব।

ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্বচ্ছন্দে ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন।

ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসরে চলা ল্যাপটপটিতে ৩২ গিগাবাইট র‍্যাম এবং ২ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। ২টি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ এবং এইচডিএমআই ২.১ ইন্টারফেস সুবিধার ল্যাপটপটিতে স্বচ্ছন্দে গেমও খেলা যায়।

১.৩৫ কেজি ওজনের ল্যাপটপটিতে ৭৫ ওয়াট ব্যাটারির পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.