× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুয়া কল শনাক্তে ট্রুকলারে নতুন এআই–সুবিধা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২০ মার্চ ২০২৪, ০৯:৩৫ এএম । আপডেটঃ ২০ মার্চ ২০২৪, ০৯:৩৬ এএম

প্রতীকী ছবি

ভুয়া বা স্প্যাম কলের মাধ্যমে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আর তাই ব্যবহারকারীদের ভুয়া বা স্প্যাম কল থেকে রক্ষার জন্য নিজেদের অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে ট্রুকলার। 

‘ম্যাক্স’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাটি সহজে ভুয়া কল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানাতে পারে বলে জানিয়েছে ফোনকলের পরিচয় শনাক্তের জনপ্রিয় অ্যাপটি।

নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের কাছে কেউ ফোন করলেই প্রেরকের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। 

বর্তমানে শুধু নিজেদের তথ্যভান্ডারে থাকা তথ্য যাচাই করে কল করা ব্যক্তির পরিচয় জানিয়ে থাকে ট্রুকলার অ্যাপ। কিন্তু ‘ম্যাক্স’ ট্রুকলারের তথ্যভান্ডারের পাশাপাশি অনলাইনে থাকা বিভিন্ন তথ্যও পর্যালোচনা করে পরিচয় যাচাই করে জানাতে পারে। 

এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজে ভুয়া কল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবেন।

ট্রুকলারের তথ্যমতে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে অর্থের বিনিময়ে ট্রুকলার অ্যাপ ব্যবহার করলেই শুধু এ সুবিধা পাওয়া যাবে। ট্রুকলার অ্যাপের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারের জন্য প্রতি মাসে ১০ ডলার গুনতে হয় গ্রাহকদের।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.