× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চোখই বলে দেবে রক্তে কোলেস্টেরল বেড়েছে কি না

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৮ মার্চ ২০২৪, ১২:২৮ পিএম । আপডেটঃ ০৮ মার্চ ২০২৪, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম বড় কারণ শরীরের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে শুনলেই বেশিরভাগ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। খারাপ কোলেস্টেরল বৃদ্ধির পেছনে দায়ী জীবনযাপনে নানা রকম অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চায় অনীহার মতো নানা অভ্যাস। 

দীর্ঘ দিন ধরে রক্তে ভাসতে থাকা চটচটে পদার্থগুলোই একটা সময়ে ধমনীর গায়ে আটকে যায়। ফলে শরীরে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। শুরু হয় নানা সমস্যা। শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বেঁধেছে কিনা তা বিভিন্ন উপসর্গ দেখে জানা যায়। এমনকি চোখ দেখেও এই রোগ সম্পর্কে বোঝা যায়। 

চোখের কোন উপসর্গ দেখে বুঝবেন, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে, চলুন জানা যাক- 

সাদা বলয় 

চোখের কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় দেখা যায়। বিজ্ঞানের ভাষায় একে অরকাস বলে। সাধারণত, বয়স বাড়লে এটি গঠিত হয়। কিন্তু, অনেকসময় শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও এই বলয় তৈরি হতে পারে।

অস্বাভাবিক মাংসপিণ্ড 

চোখের চারপাশে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ড আছে কি না খেয়াল করুন। সাদা বা হলদে রঙের ছোট ছোট দানা চোখের চারপাশে ভরে উঠলেই বুঝবেন, রক্তে কোলেস্টেরল বেড়েছে। একে জ্যানথেলাসমাস বলা হয়।

রেটিনার সমস্যা 

কোলেস্টেরল বাড়লে রেটিনাতেও সমস্যা দেখা দেয়। দৃষ্টি ঝাপসা হয়ে গেলে, চোখের সামনে কালো বলয় বা রেখা দেখতে পেলে সতর্ক হোন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.