নিজেদের অজান্তেই ডেটা বিক্রি হচ্ছে। নিজস্ব তথ্য প্রসেস করে যেন কেউ ব্যবসা করতে না পারে, সে জন্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন করা হচ্ছে। আর্থিক লেনদেনের তথ্য, সোশ্যাল মিডিয়ার তথ্য, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের তথ্য যেন কারও সম্মতি ছাড়া দেশের বাইরে, ব্যবসায়িক কাজে বা সংগঠনের কাজে ব্যবহৃত না হয়; সে জন্য দেশের তথ্য দেশে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
যশোরে দেশের প্রথম হাই-টেক পার্ক হিসেবে সুপরিচিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বেসরকারি ও বাণিজ্যিক (সাইফার) ডেটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রবির সহযোগিতায় অ্যাকজেনটেক দেশকে ডিজিটাল সম্ভাবনার দিকে এগিয়ে নিতে প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশের স্মার্ট উন্নয়নে এগিয়ে যাওয়ার দারুণ পদক্ষেপ সাইফার।