× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আঁচিলের সংখ্যা বৃদ্ধি হতে পারে ক্যানসারের লক্ষণ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০২ মার্চ ২০২৪, ০৬:০৮ এএম । আপডেটঃ ০২ মার্চ ২০২৪, ০৬:০৮ এএম

ছবি: সংগৃহীত

আঁচিল নিয়ে বিড়ম্বনায় পড়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। যদিও শরীরে থাকা আঁচল তেমন কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে এর উপস্থিতি অনেকের কাছেই অস্বস্তির কারণ। আপনার শরীরে কি হঠাৎ করেই আঁচিলের পরিমাণ বেড়ে গেছে? তাহলে সাবধান হওয়ার সময় এসেছে। কেননা এটি ক্যানসারের ইঙ্গিত হতে পারে। 

নারী-পুরুষ উভয়েরই আঁচিল হওয়ার প্রবণতা সমান সমান। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়তে। মধ্যবয়সের পর আঁচিল হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। পাশাপাশি অতিরিক্ত ওজন রয়েছে এমন ব্যক্তিদেরও আঁচিল বেশি হয়। আবার গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনেক সময় দ্বিতীয় ট্রাইমেস্টারে আঁচিলের প্রবণতা বেড়ে যায়।

কেন হয় আঁচিল? 

ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণে আঁচিল তৈরি হয়। আবার ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেলেও অনেকসময় আঁচিল হতে পারে। একারণে অনেকের বগল, চোখের পাতা, কুচকি, গলা কিংবা ঘাড়ে আঁচিলের আধিক্য দেখা যায়। 

ডায়াবেটিস কিংবা স্থূলতার কারণেও শরীরে অতিরিক্ত আঁচিলের কারণ হতে পারে। অনেকের ক্ষেত্রে এই সমস্যার জন্য দায়ী জিন। শরীরে মেলানিনের ক্ষরণ বেড়ে গেলেও আঁচিল হয়। এছাড়া সূর্যের তাপে অনেকক্ষণ থাকলে চামড়া পুড়ে যায়, তা থেকেও আঁচিল হতে পারে।

অতিরিক্ত আঁচিল ক্যানসারের লক্ষণ 

চর্ম চিকিৎসকদের মতে, সাধারণত আঁচিল শরীরের ক্ষতি করে না। কিন্তু তা অস্বস্তির কারণ হতে পারে। সাধারণ আঁচিল থাকা স্থানে ব্যথাও হয় না। যদি আঁচিলের চারপাশে ব্যথা হয়, সেই স্থান থেকে রক্তপাত দেখা দেয় কিংবা হঠাৎ করেই দেহে আঁচিলের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু বিষয়টি স্বাভাবিক নয়।

বিশেষত, আঁচিল যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তবে তা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। সাধারণ দৃষ্টিতে আঁচিল না ক্যানসার তা বোঝা সহজ নয়। তাই এসব উপসর্গ দেখা দিলে ঝুঁকি না নিয়ে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.