চুল নিয়ে সমস্যায় ভুগছেন এমন মানুষের অভাব নেই। অতিরিক্ত দূষণ, পুষ্টিকর খাবারের অভাব, চুলের সঠিক যত্ন না নেওয়া ইত্যাদি কারণে মুঠো মুঠো চুল ঝরে। শীত আর বর্ষায় চুল পড়ার হার আরও বেড়ে যায়।
চুল পড়া কমাতে অনেকেই বাজারচলিত নানা প্রসাধনী ব্যবহার করেন। পাশাপাশি ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়েও। কিছু হেয়ার প্যাক আছে যা চুলের গোড়া মজবুত করে। ফলে চুল পড়ার হার কমে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
কলা ও মধুর প্যাক
ছোট একটি পাত্রে পাকা কলা আর ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। গোসলের আধা ঘণ্টা আগে মাথায় এই প্যাক মেখে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার এই প্যাক ব্যবহারে ধীরে ধীরে চুল পড়া বন্ধ হবে। এতে চুলের গোড়াও মজবুত হবে।
টক দই ও ডিমের প্যাক
একটি ডিম আর সামান্য পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে নিন। মাথার ত্বক পরিষ্কার করে এই প্যাক লাগান। আধাঘণ্টা রেখে দিন। এবার মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে চুলের জেল্লা ফিরবে, চুলও মজবুত হবে।
অ্যালোভেরা ও অলিভ অয়েলের প্যাক
চার টেবিল চামচ অ্যালোভেরার শাঁস আর ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলে এই প্যাক মেখে নিন। এরপর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাথার ত্বকে সংক্রমণ থাকলে এই প্যাক ব্যবহারে তা কমবে। চুলের গোড়াও শক্ত হবে।
চুলের যত্নে অনেক কিছুই তো ব্যবহার করেছেন, এবার বরং এই ঘরোয়া প্যাকগুলো ব্যবহার করে দেখুন। সেসঙ্গে পর্যাপ্ত পানি পান ও ঘুমানো জরুরি।