× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পৃথিবীকে দেখতে নতুন স্যাটেলাইট পাঠাল নাসা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম । আপডেটঃ ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম

প্রতীকী ছবি

পৃথিবীকে ওপর থেকে পর্যবেক্ষণের জন্য নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

স্পেসএক্স-এর রকেটে পাঠানো এ স্যাটেলাইটটির নাম ‘পেইস’। এর লক্ষ্য হল, পৃথিবীর সমুদ্র ও বায়ুমণ্ডল নিয়ে জরিপ চালিয়ে জলবায়ু বিজ্ঞানে সহায়তা করা।

মিশনটির পেছনে মোট খরচ পড়েছে ৯৪ কোটি ৮০ লাখ ডলার। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালের আগেই ফ্লোরিডা থেকে ফ্যালকন রকেটে উৎক্ষেপিত হয় স্যাটেলাইটটি, যা পরবর্তীতে এক বিরল মেরুঅঞ্চলীয় কক্ষপথে পৌঁছানোর লক্ষ্যে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পাশ দিয়ে উড়ে গেছে।

গবেষণার লক্ষ্যে ভূপৃষ্ঠ থেকে পৌনে সাতশ কিলোমিটার ওপর অন্তত তিন বছর সময় কাটাবে স্যাটেলাইটটি।

প্রতিদিন দুটি বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে গোটা বিশ্বকে স্ক্যান করবে স্যাটেলাইটটি।

আর প্রতি মাসে পৃথিবীর বিভিন্ন খুঁটিনাটি পরিমাপ করবে আরেকটি যন্ত্র।

“আমাদের গ্রহের অভুতপূর্ব দৃশ্য দেখাবে এটি,” বলেন প্রকল্পটিতে কাজ করা বিজ্ঞানী জেরেমি ওয়ারডেল।

গবেষণাটি হারিকেন বা অন্যান্য বিপজ্জনক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা উন্নত করতে, তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীতে ঘট পরিবর্তনের বিস্তারিত তথ্য দিতে ও পানিতে ক্ষতিকর শেওলার মাত্রা বেড়ে যাওয়া সংশ্লিষ্ট ঝুঁকি শনাক্তে বিজ্ঞানীদের সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

পৃথিবী পর্যবেক্ষণের জন্য এরইমধ্যে দুই ডজনের বেশি স্যাটেলাইট ও যন্ত্র কক্ষপথে পাঠিয়েছে নাসা।

ওয়ারডেলের মতে, এ মূহুর্তে যেসব পৃথিবী পর্যবেক্ষক স্যাটেলাইট মহাকাশ কক্ষপথে অবস্থান করছে, সেগুলো সাতটি বা আটটি রং দেখতে সক্ষম।

অন্যদিকে, পেইস দেখতে পারে দুইশটি রং, যা বিজ্ঞানীদেরকে বিভিন্ন সামুদ্রিক অ্যালজির পাশাপাশি বাতাসের বিভিন্ন উপাদান শনাক্ত করার সুযোগ করে দেবে।

বিজ্ঞানীরা আশা করছেন, তারা এক বা দুই মাসের মধ্যেই এর ডেটা সংগ্রহ শুরু করতে পারবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.