× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতের পোশাক পরিষ্কারে যেসব বিষয় খেয়াল রাখবেন

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫৪ এএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫৫ এএম

শীতে একই পোশাক প্রতিদিন ব্যবহার করলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে শীতের কোন পোশাক কীভাবে পরিষ্কার করা উচিত, তা অনেকেরই অজানা। পোশাক পরিষ্কার করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়। আর শীতের কাপড় পরিষ্কারের ভুল হলে তা দ্রুত নষ্ট হয়ে যায় কিংবা রং ফ্যাকাসে হয়ে যায়। চলুন জেনে নিন শীতের পোশাক পরিষ্কারের সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন: 

ঠাণ্ডা পানিতে ধোয়া

শীতের পোশাকগুলো অনেক বেশি নরম হয়, তাই এসব পোশাক ধোয়ার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা উচিত নয়। কেননা গরম পানির জন্য নরম পোশাকগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।

সাবধানে পরিষ্কার করুন

শীতের পোশাক কখনো মেঝেতে ঘষে ঘষে ধোয়া উচিত নয়। হালকা করে একটু হাত দিয়ে বা পা দিয়ে চেপে নিলেই এর ময়লা পরিষ্কার হয়ে যায়। তবে খেয়াল রাখবেন পোশাকের গায়ে যেন সাবান লেগে না থাকে।  এছাড়া উলের ভারি সোয়েটার, মাফলার কিংবা চাদর ধোয়ার পরে অবশ্যই পানি ঝরাতে হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। এতে করে এসব পোশাকের শেপ ঠিক থাকে।

নিয়মিত রোদে দিন

উলের সোয়েটার, ভারি চাদর বা জ্যাকেট প্রতিদিনতো আর ধোয়া সম্ভব নয়। এছাড়া শৈত্যপ্রবাহের দিনগুলোতে এসব পোশাক ধুয়ে দিলেও শুকাতে অনেক সময় লাগে। তাই সময় পেলেই রোদে দিন এসব পোশাক। এতে করে ঘাম, ধুলা ময়লা জমে থাকলে দূর হবে। এমনকি ফাঙ্গাসও জমতে পারবে না।

লেদারের জ্যাকেট

লেদারের জ্যাকেটের ক্ষেত্রে ড্রাই ক্লিন করাই সবচেয়ে ভালো। তবে আপনি চাইলে বাড়িতেও ধুতে পারেন। এর জন্য সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তাতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে সেটি দিয়ে লেদারের জ্যাকেট পরিষ্কার করুন। এছাড়া, হালকা গরম পানিতে ১-২ চামচ ডিশওয়াশার মিশিয়ে তাতে তোয়ালে বা নরম কাপড় ভিজিয়েও লেদারের জ্যাকেট পরিষ্কার করতে পারেন। লেদার জ্যাকেট ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে অবশ্যই রোদে মেলে রাখুন।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.