× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুবিধাবঞ্চিত শিশুর মাঝে আলো ছড়াচ্ছে স্বপ্নসিঁড়ির পাঠশালা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ এএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ এএম

ছবি: সংগৃহীত

রংপুরের অলিগলিতে প্লাস্টিকের বোতল এবং পলিথিন কুড়ানো শিশুদের কিছুদিন আগেও অক্ষর জ্ঞান ছিল না। এখন তারা পড়াশোনার পাশাপাশি পাচ্ছে শিক্ষা। এসব সুবিধাবঞ্চিত শিশুর মাঝে আলো ছড়াচ্ছে স্বপ্নসিঁড়ির পাঠশালা। 

রংপুর রেলওয়ে স্টেশনের পাশে বাবুপাড়ায় (লিচুবাগান) শিক্ষার্থীদের ক্লাসরুম হিসেবে আছে একটি পরিত্যক্ত বাড়ির উঠান। সেখানেই প্রতি শুক্র ও শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠদান চলে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শিশুদের সঠিক গাইডলাইনের জন্য অভিভাবকদের সঙ্গে আলোচনাও করা হয়।

‘হাত বাড়াই মানবতার সেবায়, লক্ষ্য মোদের আকাশছোঁয়ায়’ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. লাভলু হোসেনের প্রচেষ্টায় কয়েকজন স্বপ্নবাজ তরুণ-তরুণীকে নিয়ে ২০১৮ সালের ৩ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সবুজ চত্বরে গড়ে ওঠে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ি।

প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেকেই এর সহায়তায় এগিয়ে এসেছেন। পাঠশালায় বর্তমানে শিশু থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ৮২ জন শিশু লেখাপড়া করছে। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৩৫ জন শিক্ষার্থী পাঠদানে এসব শিশুকে সহযোগিতা করছেন।

পাঠশালায় পড়তে আসা আয়শা আক্তার বলে, বড়দের দেখলে সালাম দিতে হয়, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হয় এগুলো ভাইয়া ও আপুরা শেখান। এখানে পড়তে আসতে ভালো লাগে। এজন্য নিয়মিত আসি।

এক শিশুর অভিভাবক গৃহিণী রেহানা আক্তার বলেন, আমার দুই মেয়ে পাঠশালায়  পড়তে যায়। ওদের বাবা রিকশা চালায়। আমাদের এই ক্ষুদ্র আয় দিয়ে সংসার পরিচালনার পাশাপাশি বাচ্চাদের পড়াশোনা করানো কষ্টকর হয়ে যায়। বাচ্চারা পাঠশালায় যাওয়ার পর থেকে অনেক পরিবর্তন এসেছে। ওরা নিয়মিত পড়াশোনা করছে।

স্বপ্নসিঁড়ি পাঠশালার রূপকার মো. লাভলু হোসেনের চাওয়া, একদিন স্বপ্নসিঁড়ি বৃহৎ পরিসরে মানবিক কাজ করবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাতিহুল ইসলাম শোভন বলেন, আমরা সেসব বাচ্চাদের নিয়ে কাজ করি যারা সমাজে সুবিধাবঞ্চিত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.