× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজারে নতুন গেমিং ল্যাপটপ আনছে আসুস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৪, ০০:১০ এএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৪, ০০:১১ এএম

ছবি: সংগৃহীত

প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস আরওজি জেফাইরাস সিরিজের জি১৪ ও জি১৬ নতুন গেমিং ল্যাপটপ বাজারে আনছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো-তে এই দুটি মডেলের ল্যাপটপ আনার ঘোষণা দেয় কোম্পানিটি। প্রযুক্তি, পারফরম্যান্স ও ডিজাইন আপগ্রেড করা হয়েছে নতুন এই দুটি মডেলে।

প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯। জি১৬ মডেলে রয়েছে ইন্টেল কোর আই৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত। দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ। ল্যাপটপগুলো পাওয়া যাবে হালকা ধূসর ও প্লাটিনাম হোয়াইট রঙের।

এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের আবরণ। তাই এটি যেমন হালকা তেমনি টেকসই হবে। জি১৪ মডেলটি মাত্র ১ দশমিক ৫ সেন্টিমিটার পাতলা ও ওজন হবে ১ দশমিক ৫ কেজি। অন্যদিকে, জি১৬ মডেলের ল্যাপটপটি ১ দশমিক ৪৯ সেন্টিমিটার পাতলা হবে। যার ওজন ১ দশমিক ৮৫ কেজি। 

প্রথমবারের মতো এই ল্যাপটপগুলোতে আরওজি নেবুলা ডিসপ্লে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। জি১৪ এর ডিসপ্লে রেজল্যুশন ৩কে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। জি১৬-এর ডিসপ্লে রেজল্যুশন ২.৫কে আর রিফ্রেশ রেট ২৪০ হার্জ।

এই সিরিজের ল্যাপটপে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কেস ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরও প্রিমিয়াম ও টেকসই করেছে। ল্যাপটপের লে-আউট ডিজাইনও বেশ আকর্ষণীয়। এর আগের মডেলগুলোর থেকে ডিজাইনে তুলনামূলক বড় ধরনের পরিবর্তন এসেছে। গেম স্ট্রিমিং করার সময় ল্যাপটপটি দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।

নতুন কি-বোর্ড আরও বড় যা টাইপ করার জন্য আরামদায়ক হবে। টাচপ্যাডটি অসাধারণ মসৃণ। ল্যাপটপটিতে এইচডিএমআই, মিনি-এসডি পোর্ট রয়েছে। এ ছাড়া ইউএসবি-টাইপ সি এবং টাইপ-এ পোর্টও রয়েছে।

এটি একটি দুর্দান্ত গেমিং ল্যাপটপ। এর চমৎকার ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং দুর্দান্ত বৈশিষ্ট্য গেমিংয়ের খুব ভালো অভিজ্ঞতা দেবে। ল্যাপটপগুলোর দাম কনফিগারেশন ভেদে বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১৯ হাজার থেকে শুরু হতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.