× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতের সকালে ঘুম তাড়ানোর উপায়

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৪, ২২:০৫ পিএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২৪, ২২:১৬ পিএম

শীতের সকালে কম্বলমুড়ি দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে। হিম হিম শীতের সকালে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। 

শীতের সকালে আলসতার সঙ্গে যুক্ত হয় বিরূপ আবহাওয়ার প্রভাব। তাই ঘুম ভেঙে উঠে যাওয়ার পরও জড়তা যেন ছাড়তেই চায় না। কিন্তু শীতে জড়সড় হয়ে বসে থাকলে কি আর জীবন চলবে? ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে। তবেই না ঘুরবে জীবনের চাকা। শীতে সূর্যালোকের সংস্পর্শে কম যাওয়ায় সেরাটোনিনের মাত্রা কমে যায়, ফলে এমনটা হওয়ায়ই স্বাভাবিক।

ওঠার আয়োজনে যা করবেন

ঘুম ভাঙার জন্য অ্যালার্মের প্রয়োজন হলে অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন। মুঠোফোনের অ্যালার্ম ‘স্নুজ’ করে করে ওঠার সময়টাকে পিছিয়ে দেবেন না। আর অ্যালার্মের উৎসটি হাতের কাছেও রাখবেন না। বরং একটু দূরে রাখুন, যাতে আপনাকে উঠে গিয়ে অ্যালার্ম বন্ধ করতে হয়। আয়েশি ধাঁচের মৃদু অ্যালার্ম কিন্তু ঘুম ভাঙানোর জন্য উপযুক্ত নয়।

পর্যাপ্ত আলোর ব্যবস্হা 

ঘুম ভাঙলে পর্দা সরিয়ে দিন। সম্ভব হলে নিজেও যান ঘরের বাইরে। হাঁটাহাঁটি বা অন্য কোনো ব্যায়াম করতে পারেন। নিদেনপক্ষে বারান্দায় আলোর পরশ নিন।

হাতের কাছেই শীতের অনুষঙ্গ রাখুন

শীতের রাতের জন্য যেমন আয়োজন থাকে লেপ-কম্বল, তেমনি শীতের সকালের প্রয়োজনীয় শীতপোশাকও রাখুন হাতের কাছে। আপনি সকালে বাইরে না গেলেও ঘুমানোর আগেই এসব গুছিয়ে রাখুন, যাতে ঘরেও শীতের পাল্লায় পড়তে না হয়। মেঝেতে পা ফেলার আগে বিছানার কাছে রাখা পাপোশে পা ফেলুন। আগে থেকেই রেখে দিতে পারেন চপ্পল জোড়াও, তাহলে ঠান্ডা মেঝেতে খালি পায়ে হাঁটতে হবে না।

বিছানা গুছিয়ে ফেলুন

বিছানা গুছিয়ে নিন ঝটপট। এতে সকালেই কিছু একটা করার কৃতিত্ব অনুভব করতে পারেন। আর পেশির জড়তা তো কাটবেই।

পানি ও হালকা খাবার

পানিশূন্য অবস্থায় আপনি নিষ্প্রাণ অনুভব করবেন। তাই দিনের শুরুতে সামান্য পানি খেয়ে নিন। সামান্য কিছু হালকা খাবারও খেয়ে নিতে পারেন, যা ওই মুহূর্তে তৈরি করতে হবে না।

ঠান্ডা পানিতে সতেজ গোসল

আরেহ্‌! আঁতকে উঠলেন নাকি! ঠান্ডা পানিতেই গোসল সেরে নিতে বলছি না। মিনিটখানেক ঠান্ডা পানির প্রবাহের পর কুসুম গরম পানি দিয়েই গোসল করুন। কিংবা কুসুম গরম পানিতে গোসল শুরু করে শেষে খানিকটা ঠান্ডা পানি ঢেলে নিন। বিশ্বাস করুন, সজীবতা আসবে। গোসল না করলেও অন্তত মুখে ঠান্ডা পানি ছিটিয়ে নিন।

স্ট্রেচিং করুন

ব্যায়াম করলে শুরুতে ‘ওয়ার্মআপ’ তো করবেনই। তবে শীতের সকালে অন্য ব্যায়াম না করলেও হালকা স্ট্রেচিং করে পেশিগুলো সচল করে নিন।

পছন্দের অডিও ক্লিপ চালান

পছন্দের অডিও ক্লিপ চালিয়ে দিন সকালেই। একটু জোরে শব্দ করতে পারেন। তবে খেয়াল রাখুন, অন্য কারও যাতে অসুবিধা না হয়।

সুঘ্রাণ কাজে লাগান

পছন্দসই ঘ্রাণে দিন শুরু করুন। হাতের কাছে এসেনশিয়াল অয়েল আর টিস্যু পেপার রাখতে পারেন। সকালে টিস্যু পেপারে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল নিলে ঘ্রাণে আপনি সতেজ হয়ে উঠবেন। চা-কফির সুঘ্রাণ অনেকের জন্যই সজীবতার উৎস। কিন্তু খালি পেটে চা-কফি খাবেন না যেন। এতে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ে।


সূত্র: রিডার্স ডাইজেস্ট ও হেলথলাইন


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.