শ্রেণিকক্ষে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (এএসইউ)। বিশ্ববিদ্যালয়টিতে চ্যাটজিপিটির এন্টারপ্রাইজ সংস্করণ ব্যবহার করা হবে।
এএসইউ কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য ব্যবহারের সুযোগ বাড়ানো, উদ্ভাবন ও গবেষণা ত্বরান্বিত করা এবং সাংগঠনিক প্রক্রিয়াকে আরও সহজ করা—এই তিনটি প্রধান বিষয়ে জোর দেওয়ার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ইনফরমেশন অফিসার কাইল বোয়েন বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই ইতিমধ্যে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। তবে এন্টারপ্রাইজ সুবিধা চালু হওয়ায় ব্যক্তিগত তথ্য নিয়ে তৈরি উদ্বেগের অবসান হয়েছে। যার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বলা হচ্ছে, ওপেনএআই এই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব করল। পরবর্তী সময়ে আরও সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী ওপেনএআই। সম্প্রতি পেনসিলভানিয়া স্টেট গভর্নমেন্টের সঙ্গেও একটি চুক্তি করেছে ওপেনএআই। এদিকে এর আগে গত বছর এআই অ্যাকসিলেটর প্রোগ্রাম চালু করেছিল এএসইউ।