উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে নতুন বেশ কিছু সুবিধা যুক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। পরীক্ষামূলক পর্যায়ে থাকা সুবিধাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।
সুবিধাগুলো যুক্ত হলে ব্যবহারকারীরা সহজেই দৈনন্দিন বিভিন্ন কাজ বর্তমানের তুলনায় সহজে করতে পারবেন বলে জানিয়েছে মাইক্রোসফট।
লেখা ও সম্পাদনার কাজে অনেকেই নিয়মিত নোটপ্যাড ব্যবহার করেন। আর তাই ব্যবহারকারীদের স্বচ্ছন্দে লেখার সুযোগ দিতে নোটপ্যাডে ‘কো রাইটার নামের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুল যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। টুলটির ড্রপডাউন মেনুতে ‘লেন্থ’, ‘টোন’, ‘ফরম্যাট’, এবং ‘ইনস্ট্রাকশন’ নামের অপশন থাকবে।
এসব অপশন ব্যবহার করে সহজেই নোটপ্যাডে থাকা লেখা দ্রুত সম্পাদনার পাশাপাশি সাজিয়ে রাখা যাবে। রিপ্লেস নামের একটি বাটনও যুক্ত করা হবে নোটপ্যাডে। বাটনটি কাজে লাগিয়ে নোটপ্যাডে থাকা যে কোনো লেখার অনুলিখন তৈরির পাশাপাশি বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে।
কম্পিউটার চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে বড় পর্দায় কোপাইলট এআই চ্যাটবট দেখা যাবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে।
তবে চাইলে এ সুবিধা সেটিংস অপশন থেকে বন্ধ করে রাখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। দ্রুত কোপাইলট চ্যাটবটের বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দিতে কি–বোর্ডে নতুন একটি ‘কি’ যুক্তেরও ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ, জিমেইল, এক্স, ফেসবুক বা লিংকড-ইনে সরাসরি ওয়েবসাইটের লিংক শেয়ারের হালনাগাদ প্রযুক্তি যুক্ত হচ্ছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে।
এর ফলে যেকোনো ব্রাউজার থেকে দ্রুত উইন্ডোজ শেয়ার উইন্ডো ব্যবহার করে অন্য প্ল্যাটফর্মে লিংক পাঠানো যাবে। নতুন এ সুবিধা দ্রুত ব্যবহারের সুযোগ দিতে নিজেদের এজ ব্রাউজারের টুলবারে শেয়ার আইকনও যুক্তের উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট।
কম্পিউটারের পর্দা বন্ধ করা (লক স্ক্রিন) থাকলেও আবহাওয়া সম্পর্কিত হালনাগাদ তথ্য দেখার সুযোগ মিলবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে।
পর্দায় থাকা ‘সি ফুল ফোরকাস্ট’ অপশনে ক্লিক করলেই এজ ব্রাউজারের মাধ্যমে আবহাওয়ার হালনাগাদ তথ্য জানা যাবে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে ইংরেজির পাশাপাশি ফরাসি, জার্মান, স্প্যানিশ প্রভৃতি ভাষায় ভয়েস অ্যাকসেস সুবিধা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এর ফলে একাধিক ভাষায় কথা বলে কম্পিউটারে প্রয়োজনীয় বিভিন্ন কাজ করতে পারবেন ব্যবহারকারীরা।