হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভয়েস আপডেট ও পোল ফিচার নিয়ে আসছে মেটা। এসব আপডেটের মাধ্যমে ফলোয়ারদের ভয়েস মেসেজ পাঠানো ও বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানার মতো সুবিধা পাওয়া যাবে।
এছাড়া একটি চ্যানেল এখন একাধিক অ্যাডমিন পরিচালনা করার সুযোগও দেবে হোয়াটসঅ্যাপ।
এই আপডেটের বিষয়ে নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঘোষণা দেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। চ্যানেলের ক্রিয়েটরদের সঙ্গে ফলোয়ারদের মিথস্ক্রিয়া বাড়াতেই ফিচারগুলো চালু করছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের নতুন ফিচারগুলোর মধ্যে ভয়েস ফিচারটিই সবচেয়ে বেশি ব্যবহার হতে পারে। বিশেষ করে যেসব চ্যানেল পডকাস্ট নিয়ে কাজ করে তারা বিভিন্ন অ্যাপিসোডের টিজার ভয়েস মেসেজের মাধ্যমে ফলোয়ারদের কাছে পৌঁছাতে পারবে।
হোয়াটসঅ্যাপ বলছে, প্ল্যাটফর্মটির ২০০ কোটি গ্রাহক প্রতিদিন ৭০০ কোটি ভয়েস মেসেজ পাঠায়।
এছাড়া চ্যানেলের ক্রিয়েটররা পোলস তৈরি করতে পারবে। এই ভোট দেওয়ার মতো ফিচারের মাধ্যমে ফলোয়াররা বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবে। এর আগে শুধুমাত্র ইমোজির মাধ্যমেই ফলোয়াররা প্রতিক্রিয়া জানাতে পারত।