কফি প্রেমীদের জন্য এক এলাহি খবর! বিশ্বের সবচেয়ে দামি কফি এখন পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে। এক কাপ কফির দাম শুনলে চোখ কপালে উঠতে পারে – ৯৮০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় ৩ হাজার ৬০০ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় এক লক্ষ টাকা।
এই আকাশছোঁয়া দামের কারণ হলো এর বিশেষত্ব। পানামা থেকে আনা এক বিশেষ ধরনের কফি বিন (বীজ) দিয়ে তৈরি করা হয় এই পানীয়টি।
দুবাইয়ের একটি অভিজাত শিল্পাঞ্চলে অবস্থিত ‘জুলিথ’ নামের একটি ক্যাফেতে এটি বিক্রি হচ্ছে।
ক্যাফেটির সহ-প্রতিষ্ঠাতা, সারকান সাগসোজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই কফির আগমনের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বিশ্বের সবচেয়ে প্রশংসিত এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত কফি এখন জুলিথে পাওয়া যাচ্ছে।”
জানা গিয়েছে, এই বিশেষ কফির সীমিত সংস্করণ বাজারে এনেছে জুলিথ। সাগসোজ জানিয়েছেন, তাঁরা সব মিলিয়ে মাত্র ৪০০ কাপ কফি পরিবেশন করবেন। সুতরাং, যারা এই দুর্লভ পানীয়ের স্বাদ নিতে চান, তাদের দ্রুত ভিড় জমাতে হবে।