আন্তর্জাতিক তথ্য নিরাপত্তা সংস্থা (ISC)² ঢাকা চ্যাপ্টারের উদ্যোগে ১৮ (অক্টোবর ) শনিবার রাজধানীর পিংক সিটির বিয়ন্ড বাফেতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মসূচি ২০২৫। দেশের বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে তথ্য ও সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেন। বক্তারা বর্তমান ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষায় করণীয় দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষজ্ঞরা বলেন, সাধারণ ব্যবহারকারীরা কীভাবে ইন্টারনেট ব্যবহারে আরও সচেতন হতে পারেন, অনলাইন প্রতারণা, ফিশিং ও ডেটা লিকের মতো ঝুঁকি থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়— সেসব বিষয় নিয়েও অনুষ্ঠানে বিস্তারিত আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সাইবার নিরাপত্তা কেবল তথ্যপ্রযুক্তি (আইটি) পেশাজীবীদের দায়িত্ব নয়; বরং প্রত্যেক নাগরিকেরই এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।"
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সচেতনতা কর্মসূচিটি সারাদেশে সাইবার নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।