× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় 'বিআইএম ২০২৫' আন্তর্জাতিক সম্মেলন: গবেষণা ও উদ্ভাবনে নতুন মাত্রা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯ পিএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আইটি পেশাজীবীদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ প্রযুক্তি—বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং মেশিন লার্নিং—এর ওপর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ সালের "বিগ ডেটা, আইওটি এবং মেশিন লার্নিং সম্পর্কিত তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন (বিআইএম ২০২৫)" অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনটি উদীয়মান প্রযুক্তিনির্ভর গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর বিসিএস-এর প্রধান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের মূল আকর্ষণ

এই সম্মেলনে ১৫টিরও বেশি দেশ থেকে মোট ৬৩১টি গবেষণাপত্র জমা পড়েছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৫১টি মানসম্পন্ন পেপার উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত সকল গবেষণাপত্র স্প্রিংগার লেকচার নোট নেটওয়ার্ক এবং সিস্টেম অথবা টেলর এবং ফ্রান্সিস সিআরসি বই সিরিজে প্রকাশিত হবে।

সম্মেলনে সাতজন মূল বক্তা, পাঁচজন আমন্ত্রিত বক্তা এবং ত্রিশটি টেকনিক্যাল সেশন থাকবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে:

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
  • ডেটা সায়েন্স
  • হেলথ ইনফরমেটিক্স
  • স্মার্ট সিটি
  • গ্রিন কম্পিউটিং


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আব্দুল বাছেত এবং জেনারেল সেক্রেটারি জনাব এলীন ববি। বক্তারা বলেন, বিআইএম ২০২৫ সম্মেলনটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কাউন্সিলরগন জনাব জনাব মুহাম্মদ ওমর সিদ্দিক, জনাব মোঃ মেহেদী হাসান, জনাব মোঃ মোজাহারুল ইসলাম, জনাব মোঃ আসাদ-উজ-জামান, জনাব এস এম পারভেজ রানা, জনাব মোঃ ওয়াহিদ মুরাদ, জনাব এস. এম. সাজ্জাদ হোসেন, জনাব নিমাই চন্দ্র মন্ডল, জনাব আমিমুল ইহসান, জনাব মোঃ আলমগীর, জনাব সবুজ দাস, জনাব মোঃ মানিরুল ইসলাম, জনাব মোঃ মারুফ হোসেইন, জনাব মোঃ আসাদ-উজ-জামান, জনাব বায়েজীদ হাসান ভূঞাঁ, জনাব মোঃ তানভিদুল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ব্যাবস্থাপক মোঃ জিয়াউর রহমান ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.