× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একচেটিয়া দাপট কমছে গুগলের: প্রযুক্তি বাজারে আসছে বড় পরিবর্তন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮ পিএম । আপডেটঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯ পিএম

গুগল হেডকোয়ার্টার।

মার্কিন আদালতের রায়ে ভাঙন থেকে রক্ষা পেল প্রযুক্তি জায়ান্ট গুগল। তবে তাদের ব্যবসার ধরনে বড় পরিবর্তন আসছে। আদালতের নির্দেশ অনুযায়ী, গুগল আর একচেটিয়া চুক্তি করতে পারবে না এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ-সংক্রান্ত তথ্য ভাগ করে নিতে হবে। তবে স্বস্তির খবর হলো, তাদের জনপ্রিয় ক্রোম ওয়েব ব্রাউজার বিক্রি করতে হচ্ছে না।

বিবিসি সূত্রে জানা গেছে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর মার্কিন ডিস্ট্রিক্ট জজ অমিত মেহতা এই রায় দেন। বিচার বিভাগ চেয়েছিল, গুগল ক্রোম বিক্রি করুক, কিন্তু আদালত গুগলকে ক্রোম নিজেদের কাছে রাখার অনুমতি দিয়েছেন। শর্ত একটাই, তাদের সার্চ ডেটা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শেয়ার করতে হবে এবং বাজারে একচেটিয়া প্রভাব খাটানো যাবে না।

রায়ের পরপরই গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। গুগল এই রায়কে নিজেদের জয় বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে সার্চের নতুন নতুন পদ্ধতি আসায় প্রতিযোগিতা এখন অনেক তীব্র। গুগল এক বিবৃতিতে বলেছে, 'আজকের সিদ্ধান্ত প্রমাণ করে যে এআই-এর কারণে তথ্য অনুসন্ধান বহু মাত্রিক হয়ে উঠেছে। মানুষ সহজেই তাদের পছন্দমতো সেবা বেছে নিতে পারছে।'

কেন এই মামলা?

গুগল শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, সার্চ ইঞ্জিনের মান এবং ব্যবহারকারীর আস্থার কারণেই বাজারে তাদের শীর্ষস্থান, কোনো অনিয়মের কারণে নয়। তবে গত বছর বিচারক মেহতা রায় দিয়েছিলেন, গুগল অন্যায় কৌশলে বাজারে আধিপত্য বিস্তার করেছে, যা মার্কিন অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন।

আদালতের সর্বশেষ রায়ে বলা হয়েছে, গুগল ক্রোম বা অ্যান্ড্রয়েড আলাদা করে বিক্রি করা কার্যকর সমাধান নয়। এর কারণ হিসেবে গুগল যুক্তি দেখিয়েছিল, অ্যান্ড্রয়েড আলাদাভাবে বিক্রি করলে তা সঠিকভাবে কাজ করবে না।

মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাবিগেইল স্লেটার বলেছেন, 'এই সিদ্ধান্ত প্রতিযোগিতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। তবে লক্ষ্য পূরণে এটি যথেষ্ট কিনা, তা আমরা ভেবে দেখছি।'

লাভবান হবে অ্যাপল, স্যামসাংও

এই রায়ের ফলে অ্যাপল, স্যামসাং ও মটোরোলার মতো কোম্পানিগুলোও উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রকাশিত হয়েছিল, গুগল একচেটিয়া অবস্থান ধরে রাখতে ২০২১ সালে অ্যাপল, মজিলা ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির জন্য ২৬ বিলিয়ন ডলার খরচ করেছে।

ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের জিন মানস্টার বলেন, 'এই রায় বড় প্রযুক্তি কোম্পানির জন্য ইতিবাচক। অ্যাপলও লাভবান হবে, কারণ গুগলকে এখন থেকে প্রতি বছর নতুন করে সার্চ চুক্তি করতে হবে।'

ভবিষ্যতে গুগল সার্চ, ক্রোম, গুগল 

অ্যাসিস্ট্যান্ট বা জেমিনি অ্যাপের ক্ষেত্রে আর এ ধরনের একচেটিয়া চুক্তি করতে পারবে না। ফলে ফোন নির্মাতারা চাইলে অন্য সার্চ ইঞ্জিন, ব্রাউজার বা এআই অ্যাসিস্ট্যান্ট প্রি-লোড করতে পারবে।

এসঅ্যান্ডপি গ্লোবালের গবেষণা প্রধান মেলিসা অটো মনে করেন, বাজার যতটা কঠোর রায়ের আশঙ্কা করেছিল, বাস্তবে ততটা হয়নি। তার মতে, গুগলের সার্চ ব্যবসা এ বছর প্রায় ২০০ বিলিয়ন ডলার রাজস্ব তুলতে পারে, যার বড় অংশ বিতরণ অংশীদারদের কাছে যাবে।

প্রতিদ্বন্দ্বীরা সন্তুষ্ট নয়

তবে গুগলকে এই ছাড় দেওয়ায় প্রতিদ্বন্দ্বী ডাকডাকগো সন্তুষ্ট নয়। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ বলেন, 'গুগলের অবৈধ আচরণ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভোক্তাদের ভোগান্তি তাই চলতেই থাকবে।'

এদিকে, চলতি মাসের শেষেই অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া প্রভাব বিস্তারের অভিযোগে গুগলকে আরেকটি মামলায় আদালতে দাঁড়াতে হবে। তাই বলা যায়, আইনি ঝামেলা থেকে এখনই পুরোপুরি মুক্তি পাচ্ছে না গুগল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.