× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালে বন্ধ হলো ফেসবুক, এক্স: বিঘ্নিত হতে পারে সামাজিক যোগাযোগ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯ পিএম । আপডেটঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০ পিএম

ছবি: ফিনান্সিয়াল টাইমস

ঘৃণা, গুজব ও সাইবার অপরাধ ঠেকাতে নিবন্ধন শর্ত না মানায় নেপালে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। তবে ঠিক কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, যা সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। এর ফলে দেশটিতে সাইবার অপরাধও বাড়ছে বলে দাবি করা হয়েছে। নেপালের প্রায় ৩ কোটি জনসংখ্যার ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করে, যার একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে বুধবারের মধ্যে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দিয়ে নিবন্ধনের নির্দেশ দিয়েছিল। সরকার আগেই ঘোষণা করেছিল যে, যারা এই শর্ত মানবে না তাদের সেবা বন্ধ করে দেওয়া হবে।

নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ-এর মতো কিছু প্ল্যাটফর্ম এরই মধ্যে নিবন্ধন করেছে। কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, 'আমরা তাদের নিবন্ধনের জন্য বারবার অনুরোধ করেছি এবং পর্যাপ্ত সময় দিয়েছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। তাই তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে।'

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.