× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালোবাসা দিবসে দম্পতিরা যে ধরনের পোশাকে সাজতে পারেন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২ পিএম । আপডেটঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৩ পিএম

এ ধরনের নকশার সুতির শাড়ি আর পাঞ্জাবিতে আরাম পাওয়া যাবে সারা দিন। ছবি: সংগৃহীত

মনে ভালোবাসা না থাকলে সাজে সেটার প্রকাশ তেমন আসে না। তাই তো সঙ্গে সঙ্গী থাকলে ভেতর থেকেই সাজতে ইচ্ছা করে। ছেলেদের বেলায় এটি যেন আরও বেশি বোঝা যায়। আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে চুল আঁচড়ানো, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি লাগানো ইত্যাদি বিষয় বেশ যত্ন নিয়েই করেন। অনেকে তো মিলিয়েও পোশাক পরেন। মেয়েরা তো এমনিতেই পরিপাটি থাকতে পছন্দ করেন। যাঁরা সাজতে পছন্দ করেন না, তাঁরাও ঠোঁটে হালকা লিপস্টিক, গালে ব্লাশঅন আর চোখে দেন কাজল। বসন্তের প্রথম দিন বা ভালোবাসা দিবস—যুগলেরা যে উপলক্ষেই সেদিন বের হন না কেন, সাজে থাকুক রঙিন ছোঁয়া।

যাঁরা রং মিলিয়ে পরতে চান, তাঁদের জন্য আদর্শ হতে পারে সুতি কাপড়ের এই দুই পোশাক। ওপরের নকশায় না হয় থাকল কিছুটা ভিন্নতা। ছবি: সংগৃহীত 


ছেলেটির শার্টে বিমূর্ত নকশা নজর কাড়ে। কাফতান কাটের টপে হালকা রং আর নকশা। সারা দিনের ঘোরাঘুরিতে আরাম আর স্টাইল দুটোই থাকবেপোশাক। ছবি: সংগৃহীত 


রেস্তোরাঁয় বসে সময় কাটানোর পরিকল্পনা থাকলে সাজে থাকতে পারে হালকা বাহুল্যপোশাক। ছবি: সংগৃহীত 

 

দুজনের পোশাকেই প্রাধান্য পেয়েছে বসন্তের নকশা। দুজনের পোশাকেরই মূল রং সাদা। এর ওপর হলুদ গাঁদার নকশা নিয়ে এসেছে স্নিগ্ধতা। ছবি: সংগৃহীত 


দুজনই পরেছেন বাসন্তী রঙের পোশাক। আনারকলি স্টাইলের কামিজের ওপর প্রাধান্য পেয়েছে লাল রঙের ব্লকের নকশা আর জরির চিকন লেস। এ যেন বসন্ত আর ভালোবাসা দুটোরই প্রকাশ। পাঞ্জাবির নকশায় রংটাই মুখ্যপোশাক। ছবি: সংগৃহীত 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.