× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও র‍্যাডওয়্যার লিমিটেডের উদ্যোগে DDoS Attack প্রশিক্ষণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫ পিএম । আপডেটঃ ০১ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও র‍্যাডওয়্যার (বাংলাদেশ) লিমিটেডের যৌথ উদ্যোগে সাইবার নিরাপত্তা ডিডস অ্যাটাক (DDoS Attack) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও র‍্যাডওয়্যার (বাংলাদেশ) লিমিটেডের যৌথ উদ্যোগে ওয়েবসাইটে সাইবার নিরাপত্তা ও ডিডস অ্যাটাক (DDoS Attack) এর ব্যাপারে সচেতন থাকতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ওয়েবসাইটে সাইবার নিরাপত্তার বিষয়ে উপস্থাপন করেন ওয়ার্কসপ সাব কমিটি  প্রকৌশলী ওয়াহিদ মুরাদ। তিনি বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং ব্যাংকিং সেক্টরে নিরাপত্তার কথা বিবেচনায় DDoS Attack এর ব্যাপারে আমাদের সর্বদাই সচেতন থাকতে হবে।

র‍্যাডওয়্যার (বাংলাদেশ) লিমিটেডের তথ্য নিরাপত্তা বিশ্লেষক জনাব মো: আরিফ উদ্দিন কর্মশালায় নির্ধারিত "DDoS Use Cases and Solutions for Government and BFSI Sectors" শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকারি ওয়েবসাইট (যেমন জরুরি ও স্বাস্থ্য সেবা), জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ডে, কেন্দ্রীয় ব্যাংকসহ সকল সরকারি ব্যাংকের নিরাপত্তা নিয়ে কাজ করার অধিক গুরুত্বারোপ করেন।

এছাড়া দেশে বিদ্যমান FSI তথা ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির(ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স, এমএফএস, এজেন্ট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান) ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় DDoS আক্রমন হতে ঝুকিমুক্ত থাকতে তথ্য ও প্রযুক্তি খাতের বিভিন্ন কর্পোরেট হাউজ থেকে আগত কর্মশালায় উপস্থিত পেশাজীবীদের প্রয়োজনীয় পদক্ষেপ (যেমনঃ ক্লাউড ভিত্তিক ডিডস প্রটেকশন, বহু স্তরের নিরাপত্তা বেষ্টনী, এন্টি বট সলিউশন্স (Radware), লোড ব্যালান্সিং ও রিড্যানড্যান্সি, Bangladesh Computer Security Incident Response Team (BD-CSIRT), Business Continuty and Disaster Recovery Plan (BCDRP), Regular Security Drills and Testing) নেওয়ার কথা তুলে ধরেন। 

বিসিএসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) জনাব জয়নাল আবেদিন বলেন, এখানে উপস্থিত কেউ এরপর থেকে DDoS আক্রমনের ঝুঁকিতে অন্তত পড়বে না বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে একে সাফল্যমন্ডিত করায় বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সেক্রেটারি জেনারেল এলিন ববী রেডওয়্যার ও আগত সকল আইটি প্রফেশনালদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের ওয়ার্কশপের শুভ উদ্ভোদন ঘোষণা করেন।

প্রোগ্রামটির সঞ্চালনায় ছিলেন জনাব মুহাম্মদ ওমর সিদ্দিক, কাউন্সিলর, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করতে বিসিএসের কোষাধ্যক্ষ, মুহাম্মদ শাহরিয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি (ফাইন্যান্স) জারাফাত ইসলাম, কাউন্সিলর বায়েজীদ হাসান ভূঞাঁ, মোঃমানিরুল ইসলাম, প্রকৌশলী এস. এম. পারভেজ রানা,এস কে হুমায়ুন কবির, মোঃ তানভিদুল ইসলাম প্রমুখ ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.