× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কম্পিউটার সোসাইটি ও হুয়াই-এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদন

২৬ অক্টোবর ২০২৪, ১২:৫১ পিএম । আপডেটঃ ২৬ অক্টোবর ২০২৪, ১৩:১৫ পিএম

ছবি | সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের যৌথ উদ্যোগে আজ ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ে "Next-Gen Virtualization for Cloud Native Finance" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সেক্রেটারি জেনারেল এলিন ববী হুয়াওয়ে টিম এবং আগত সকল আইটি প্রফেশনালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করেন এবং একইসাথে সোসাইটির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।


উক্ত কর্মশালার আহবায়ক ও বিসিএসের সম্মানিত কাউন্সিলর প্রকৌশলী ওয়াহিদ মুরাদ বলেন, আজ হতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পথ চলা শুরু হলো। আগামীর বাংলাদেশ বিনির্মানের অংশীদারিত্ব আমরা ভাগাভাগি করতে চাই।

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশে হতে সূচনা বক্তব্য প্রদান করেন Cijay, Director, Finance Industries। তিনি আগামীর বাংলাদেশ গড়তে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

জনাব Cijay কর্মশালায় নির্ধারিত "Bangladesh FSI Digitalization Trends and Challenges" শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বাংলাদেশে বিদ্যমান FSI তথা ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির(ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স, এমএফএস, এজেন্ট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান) ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রেন্ড, প্রক্রিয়া এবং ট্রান্সফরমেশন প্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো তথ্য ও প্রযুক্তি খাতের বিভিন্ন কর্পোরেট হাউজ থেকে আগত কর্মশালায় উপস্থিত পেশাজীবীদের সামনে তুলে ধরেন। 

জনাব Youzon, CEO, ACP( Alauda Container Platform) তার "Modern Finance Framework with Cloud Native and Container Environment" শীর্ষক নির্ধারিত আলোচনায় বর্তমান বাংলাদেশের ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্সটিটিউটগুলোর আধুনিক, ডিজিটাল এবং সিকিউরড সিস্টেমে রুপান্তরকরনের ফ্রেমওয়ার্ক ডিজাইন এবং প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। 

জনাব Alesky, Regional Expert, হুয়াওয়ে টেকনোলজিস, "Huawei Next-Gen Virtualization Platform to Digital Finance" শীর্ষক নির্ধারিত আলোচনায় হুয়াওয়ে পরবর্তী প্রজন্মের জন্যে সহজে ব্যবহারযোগ্য, নিরাপদ, দ্রুত এবং রিয়্যাল টাইম এনালাইসিস করা যায় এমন একটা আধুনিক ক্যাশলেস সোসাইটি নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। হুয়াওয়ে টেকনোলজিস ডিজিটাল ফিন্যান্স ট্রান্সফরমেশনে বাংলাদেশের সাথে বরাবরের মতোই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

বিসিএসের বর্তমান ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) জনাব মো: আবদুল বাছেদ এবং সাবেক জয়েন্ট সেক্রেটারি (এডমিন) জনাব ফাহাদ জামান চৌধুরী বিসিএস এবং হুয়াওয়ের সম্পর্ক আগামী দিনে আরও সুন্দর ও গৌরবময় হোক, এই প্রত্যাশা রেখে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন।

প্রোগ্রামটির সঞ্চালনায় ছিলেন জনাব শরিফুল আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি (এডমিন), বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। উল্লেখ্য যে, অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে বিসিএসের অন্যান্য সন্মানিত ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি এবং কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.