× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্ধু পাতানোর আজ নতুন দিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৪, ২২:৪১ পিএম । আপডেটঃ ১৮ অক্টোবর ২০২৪, ২২:৪২ পিএম

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। ছবি: সংগৃহীত

বন্ধুত্ব মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। কত কত বন্ধু হারিয়ে যায়, তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন মুখ। তবে কেউ কেউ পুরোনো বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে পারেন। পাড়ার গলি, স্কুলের মাঠ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে হয়তো ছড়িয়ে–ছিটিয়ে যান দূরে কোথাও। নতুন নতুন বন্ধু হয়। তাই বলে পুরোনো বন্ধুত্বে ভাটা পড়ে না কখনো। একটি ইংরেজি গান আছে, বাংলায় অর্থ দাঁড়ায়, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ সন্দেহ নেই, নতুন বন্ধুত্ব মানুষের জীবনের এক অনন্য প্রাপ্তি। প্রত্যেক নতুন বন্ধুই একেকটি নতুন পৃথিবীর মতো। বহমান জীবনে একজন নতুন বন্ধু যুক্ত হওয়া মানে আনন্দ-বেদনার একটি নবদিগন্ত খুলে যাওয়া। তবে ভয়ও আছে। ভুল বন্ধুত্ব কারও গোটা জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এ জন্য অনেকেই নতুন বন্ধু তৈরিতে স্বচ্ছন্দ নন। একসঙ্গে অনেক দিন হাঁটাচলা, বহুমুখী যাচাই–বাছাইয়ের পরই তাঁরা নতুন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেন।

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিক চল হয়। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি দারুণ জনপ্রিয়তা পায়। দিবসটি পালন করা যেতে পারে। নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। আজকের দিনে কাউকে স্বীকৃতি দিতে পারেন নতুন বন্ধু হিসেবে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম আর তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান পৃথিবীতে প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন বন্ধু তৈরি হচ্ছেই।


ডেজ অব দ্য ইয়ার ও হলিডে ক্যালেন্ডার অবলম্বনে


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.