× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত রাশিফল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৪, ১৪:২১ পিএম । আপডেটঃ ৩১ আগস্ট ২০২৪, ১৪:২২ পিএম

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে জানতে পারবেন ভালোবাসায় সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল ভালোবাসবে। ভালোবাসার জীবন এ সময় সত্যি সত্যি অসাধারণ কিছু বয়ে আনবে। সপ্তাহের মাঝদিকে যেহেতু শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন তাই প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন। বহু বিষয় মতভেদ হওয়াতে আপনার জন্য খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে। সপ্তাহের শেষদিকে যৌথ ব্যবসায়ে ও সন্দেহজনক আর্থিক খাতে বিনিয়োগ করবেন না। পরিবারের সঙ্গে একটি কঠিন সময়ে সম্মুখিন হতে পারেন। তবে শেষে সঙ্গী আপনাকে সোহাগ করবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে উত্তেজনাময় পরিবেশ থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। পারিবারিক অনুষ্ঠান ও গুরু্ত্বপূর্ণ সমারোহের জন্য শুভ সময়। সপ্তাহের মাঝদিকে প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আনবে, শুধুমাত্র এটা অনুভব করুন। ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে। সপ্তাহের শেষদিকে মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। বাড়ির কাজ ক্লান্তিকর, যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ভাই বোন আত্মীয়রা আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন সমর্থন করা আর ঘনিষ্ট সহযোগিতায় কাজ করা। সপ্তাহের মাঝদিকে কোনো কঠিন কাজ সম্পূর্ণ করাতে বন্ধুরা ভূয়সী প্রশংসা করবে। ঘরের ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে। সপ্তাহের শেষদিকে সময়টি ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। নিজের হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। অনেক টাকা পেতে পারেন। অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। সপ্তাহের মাঝদিকে আত্মীয়দের সাথে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচী থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে। যদি কমনীয়তা ও বুদ্ধি ব্যবহার করেন তবে মানুষদের নিজের পথে নিয়ে আসতে পারবেন। সপ্তাহের শেষদিকে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এ সময় পরিবারের সাথে সময় উপভোগ করতে পারেন। সময়টি বিবাহিত জীবনের শ্রেষ্ঠ সময়গুলো মধ্যে অন্যতম হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে লক্ষ্য পূরণে কাজ করে যান। সাফল্যে পৌঁছানোর আগে উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না। সুস্বাস্থ্য বজায় রাখবেন যা সাফল্য বয়ে আনতে পারে। সপ্তাহের মাঝদিকে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে টাকা লাগানো যার উদ্ভাবনী ও ভালো অভিজ্ঞতা রয়েছে। সপ্তাহের শেষদিকে বন্ধু আত্মীয়রা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তবে আত্মীয়রা বিনিময়ে আরও বেশি মনোযোগ চাইবে। আর একজন আত্মীয় একটি বিস্ময় প্রদান করবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে পরিবারের সাথে কেনাকাটার সম্ভাবনা। তবে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আঁকড়ে থাকুন। সপ্তাহের মাঝদিকে প্রেমের সম্ভাবনা আছে তবে অহেতুক অনুভূতির বিস্ফোরণ সম্পর্ককে নষ্ট করতে পারে। নিজের তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ সময়। সপ্তাহের শেষদিকে রক্ষণশীল বিনিয়োগে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারেন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে নিজেকে কিছু দান ও দাতব্য কাজে নিয়োজিত করুন। শিশু-সুলভ স্বভাব জেগে উঠবে আর কৌতুকপূর্ণ মেজাজে থাকবেন। সপ্তাহের মাঝদিকে অসীমিত ধৈর্য্য থাকতে হবে। এ ব্যাপারে যত্ন নিন। কারণ রুঢ় বা অসামঞ্জস্য শব্দ চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। খরচ যাতে বেশি না হয় সে চেষ্টা করুন। সপ্তাহের শেষে প্রেমের জীবনে আশা আনবে। প্রেমিক প্রেমিকা একে অপরের থেকে দূরে থাকা কঠিন হবে। ব্যক্তিত্ব একটি সুগন্ধির মতো কাজ করবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে জ্যেষ্ঠরা আপনার যুক্তি বুঝতে পারবে না। তবে ধৈর্য্য ধারণ করুন। পরে তারা বুঝতে পারবে। এটি হল পেশা সংক্রান্ত সেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় যা বেশ কিছু সময ধরে ভাবছিলেন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। জ্ঞান ও উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। সপ্তাহের শেষ দিকে পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে। যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে। মনোযোগী হন কারণ কেউ আপনাকে বলির পাঠা করতে পারে। চাপ ও উত্তেজনা বাড়ার সম্ভাবনা আছে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে বৈদেশি বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বাইরে বের হওয়া প্রয়োজন আর উঁচু জায়গার লোকদের সাথে যোগাযোগ বাড়ান। ভ্রমণ ও শিক্ষামূলক সাধনা সচেতনতা বাড়িয়ে তুলবে। সপ্তাহের মাঝদিকে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রশাসনিক দপ্তরে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে অতীতের কারও সঙ্গে যোগাযোগ করা ও সেটা স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। আপনার মেইল বক্সে আমন্ত্রণ দিয়ে পূরণ হবে আর বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াতে দেখা যাবে। আপনাকে আরও সময় সামাজিকীকরণ করতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে অনেক ক্রিয়কলাপের সাথে জাড়বেন না। না হলে অনেক সমস্যার কারণ হবে। নতুন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। সাবধানে চলাফেরা করবেন দেহে আঘাত লাগার সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে বৈদেশিক যোগাযোগ শুভ। ধর্মে কর্মে আকর্ষণ বৃদ্ধি। দূর ভ্রমণে শুভ যোগাযোগ হতে পারে। দূর থেকে ভলো কোনো সংবাদ পেতে পারেন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে জ্যেষ্ঠরা ও সহকর্মীরা কতটা জ্বালাতান করছে সেটা ব্যপার নয় তবে ধৈর্য্যশীল হতে হবে। প্রেম আনন্দদায়ক আর উত্তেজনাপূর্ণ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। আপনি কি জানেন স্বামী/ স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত। বিশ্বাস না করলে পর্যবেক্ষণ আর অনুভব করুন। সপ্তাহের মাঝদিকে হাঁটুতে আঘাত লাগা থেকে সাবধানে থাকুন। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়াই ভালো। সপ্তাহের শেষদিকে অবসর সময় ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। কেউ দূর যাত্রায় উদ্যোগী হবেন। যা ক্লান্তিকর হলেও লাভজনক হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ভাগ্যের ওপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না। যে ভাগ্যদেবী অলস বলে সে আপনার কোনো দিনও হবে না। নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। পারিবারিক বিরোধ যতই থাকুক ভুলবেন না আপনারা পরস্পরকে ভালোবাসন। এসময় সঙ্গীর সঙ্গে সেরা সময় হতে যাচ্ছে। বিবাহচ্ছু তরুণ তরুণীদের বৈবাহিক শুভ ফল পাওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষদিকে অস্থিরতার অনুভীত আপনাকে বলহীন করতে পারে। এর হাত থেকে রক্ষা পেতে এক লম্বা পায়চারী করুন আর সতেজ বাতাসে নিঃশ্বাস নিন। যতটা সম্ভব ইতিবাচক মনোভাব গ্রহণ করুন। জীবজন্তু দংশনের আশঙ্কা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.