জাকারবার্গসহ, গুগল, মাইক্রোসফট এবং ওপেনএআই-এর মতো টেক জায়ান্ট কোম্পানির নির্বাহীরা শক্তিশালী এআই টুল তৈরির জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন |ছবি—রয়টার্স
ইনস্টাগ্রাম ও ফেইসবুকের বিজ্ঞাপন বিক্রি বেড়েছে বসন্ত মৌসুমে। আর এতে বেড়েছে মূল মালিক কোম্পানি মেটার লাভ।
মেটা বলেছে জুনের আগের তিন মাসে কোম্পানির আয় বেড়েছে তিন হাজার ৯০০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ২২ শতাংশ বেশি। এর কারণ, বিজ্ঞাপনের জন্য আরও বেশি অর্থ নিচ্ছে কোম্পানিটি এবং এসব বিজ্ঞাপন আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পে প্রচুর বিনিয়োগের পরও কোম্পানির এক হাজার ৩৫০ কোটি ডলার লাভ হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
বুধবার, মেটার প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, কোম্পানি একটি “শক্তিশালী” প্রান্তিক দেখেছে।
পাশাপাশি, কোম্পানিটির এআই “বছরের শেষ নাগাদ বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এআই অ্যাসিস্ট্যান্ট হতে চলেছে” বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীর চেহারার ডেটা এবং অন্যান্য তথ্য সংগ্রহের অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যকে একশ ৪০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে কোম্পানিটি।
জাকারবার্গসহ, গুগল, মাইক্রোসফট এবং ওপেনএআই-এর মতো টেক জায়ান্ট কোম্পানির নির্বাহীরা শক্তিশালী এআই টুল তৈরির জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন।
এ বছর এআই পণ্য তৈরি ও বিকাশে চার হাজার কোটি ডলার ব্যয় করবে মেটা, এবং ২০২৫ সালেও এ উচ্চ ব্যয় অ্যাহত থাকবে বলে গেল বুধবার সতর্ক করেছে কোম্পানিটি।
“এআই-তে মেটার ব্যয় সম্পর্কে বিনিয়োগকারীদের যে কোনো শঙ্কা থাকলেও এই প্রান্তিকের ফলাফলের পরে সেটি কমতে পারে।” – বলেছেন বাজার বিশ্লেষক কোম্পানি ই-মার্কেটার-এর প্রধান বিশ্লেষক ম্যাক্স উইলেনস।
“রিলস ফিচারে খুব সাবধানে বিভিন্ন বিজ্ঞাপন যোগ করায় বিজ্ঞাপনের প্রভাব ও দাম দুটিই বেড়েছে।”
রিলস হল একটি ছোট ভিডিও শেয়ারিং পরিষেবা, যা টিকটককে চ্যালেঞ্জ করতে চালু করেছিল মেটা। তবে, যুক্তরাষ্ট্রে একটি নতুন আইন কার্যকর হতে পারে যার ফলে টিকটক সম্ভবত নিষেধাজ্ঞার সম্মুখীন হতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এদিকে, বিশ্লেষক মাইক প্রলাক্স বলেছেন, এআই টুল চালু করার দিক থেকে “ভাল অবস্থানে” ছিল মেটা।
তবে, তিনি আরও উল্লেখ করেন, তাদের এআই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত বলে মেটা গর্ব করলেও, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনেকটা বাধ্য হয়েই সেটি ব্যবহার করতে হবে।
“এটি বেশ স্মার্ট পদক্ষেপ। নিজেদের এআই ব্যবহারে বাধ্য করার মাধ্যমে এআই টুলগুলোর সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেওয়া।”
কোম্পানিটি এআই ও মেটাভার্স উন্নয়নে প্রচুর ব্যয় করলেও, অন্যান্য বিভাগ থেকে খরচ কমাতে চাইছে। এরই ধারাবাহিকতায় মেটা কয়েক হাজার চাকরির পদ ছেঁটেছে বলে লিখেছে বিবিসি।
সোশাল মিডিয়া জায়ান্টের বিশ্বব্যাপী কর্মশক্তি এখন ৭০ হাজার ৭৯৯ -এ এসে দাঁড়িয়েছে, যা ২০২২ সালে ছিল সবচেয়ে বেশি ৮৭ হাজার।
বিষয় : রিলস মার্ক জাকারবার্গ এআই লাভ বিজ্ঞাপন ইনস্টাগ্রাম ফেইসবুক মেটা
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh