× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কয়েক ঘণ্টার ঝুম বৃষ্টি, ভাসছে ঢাকা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ জুলাই ২০২৪, ০৩:৪৫ এএম । আপডেটঃ ১২ জুলাই ২০২৪, ০৭:৫৭ এএম

ডুবে গেছে রাস্তা। সেই পানির মধ্যে দিয়ে যাচ্ছেন এক নারী। বেলা সাড়ে ১১ টা। গ্রিন রোড, ঢাকা| ছবি—সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। রাস্তায় জমে থাকা পানিতে গাড়ি বিকল হয়ে যানজট সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় নগরবাসীকে গন্তব্যে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।


আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো খুদে বার্তায় রাজধানীবাসীর প্রতি এ অনুরোধ জানানো হয়।


খুদে বার্তায় বলা হয়, তুমুল বৃষ্টিতে রাজধানীর যেসব এলাকা তলিয়ে গেছে সেসবের মধ্যে আছে ফকিরেরপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউমার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কুলার রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.