বিদায় নিতে চলেছে শীত। শীতকে বিদায় দিয়ে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। ফলে বেড়েছে তাপমাত্রা। একই সঙ্গে বাড়ছে বৃষ্টির প্রবণতা। বর্ধিত ৫ দিনের পূর্বাভাস বলছে— বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন এলাকায়।
আবহাওয়া দফতরের তথ্যমতে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টাই এমন আবহাওয়া থাকতে পারে।
তবে বর্ধিত ৫ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।