× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুন্দরবনে ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১৪ পিএম । আপডেটঃ ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪ পিএম

উদ্ধার করা প্রায় ৬০০ কেজি শামুক ও ঝিনুক। ছবি: সংগৃহীত

সুন্দরবনের পরিবেশ ও খাদ্য-শৃঙ্খল রক্ষায় বড় ধরনের অভিযান চালিয়েছে বন বিভাগ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সংলগ্ন সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন মোহসিনের হুলো এলাকা থেকে প্রায় ৬০০ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে এগুলো সংগ্রহ করে পাচারের চেষ্টাকালে এই বিপুল পরিমাণ জলজ সম্পদ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তারা মোহসিনের হুলো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় আটটি বস্তা খুঁজে পান, যেগুলোতে আনুমানিক ৬০০ কেজি শামুক ও ঝিনুক ছিল। তবে পাচারকারী বা সংগ্রহকারী কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগের টহল দল দেখে তারা মালামাল ফেলেই দ্রুত পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত শামুক ও ঝিনুকগুলো বুধবার সকালে (৩ ডিসেম্বর, ২০২৩) বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনের প্রাণ খোলপেটুয়া নদীতে অবমুক্ত করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে সুন্দরবনের গুরুত্বপূর্ণ এই জলজ সম্পদকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হলো।

এ সময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক এবং বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান সহ অন্যান্য বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক গুরুত্বারোপ করে বলেন, "শামুক ও ঝিনুক সুন্দরবনের খাদ্য-শৃঙ্খলের এক অপরিহার্য অংশ। অবৈধভাবে এগুলো সংগ্রহ করা হলে নদী ও অন্যান্য জলজ প্রাণীর ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে। আমরা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বদ্ধপরিকর এবং এ ধরনের পাচারের তথ্য পেলেই তাৎক্ষণিক অভিযান চালাচ্ছি।"

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, "মুন্সীগঞ্জ এলাকায় প্রায়ই অসাধু চক্র শামুক-ঝিনুক পাচারের চেষ্টা করে। তবে বন বিভাগ ও পুলিশের টহল দল দেখে অধিকাংশ সময়েই সংগ্রহকারীরা মালামাল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।"

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সুন্দরবনের নদী ও খাল থেকে সংগৃহীত এই শামুক ও ঝিনুক মূলত পশুখাদ্য (বিশেষত হাঁস-মুরগির খাদ্য) এবং বিভিন্ন কারুশিল্প তৈরির কাঁচামাল হিসেবে অবৈধভাবে পাচার করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.