× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, দেশজুড়ে আরও কমবে শীত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

০৯ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম । আপডেটঃ ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১৯ পিএম

হেমন্তের সকালে কুয়াশার চাদর; শীতের আগমনের বার্তা। ফাইল ছবি

মাঝ হেমন্তের বাতাসে এখন শীতের স্পষ্ট ইঙ্গিত। সকালবেলার কুয়াশা ঘাসে মেলে দিয়েছে সাদা আস্তর। দিন ফুরিয়ে আসছে আগেভাগে, আর রোদ উঠছে দেরিতে। যদিও রাজধানীর ধুলাবালু ও দূষণের কারণে এই চিত্র অনেকটাই কম দেখা যাচ্ছে।

তবে দেশের উত্তর প্রান্তের জনপদে আশ্বিনের শেষ থেকেই উত্তুরে হাওয়ার দাপট। সেই প্রভাবেই তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরই আছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মূলত উত্তরের জেলাগুলো, অর্থাৎ রাজশাহী ও রংপুর বিভাগেই তাপমাত্রা বেশি কমেছে। তবে রাজধানীসহ সারাদেশেই তাপমাত্রা কিছুটা কমে এসেছে। তিনি জানান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে থাকবে, এরপর আবার কিছুটা বাড়তে পারে।

রাজধানীর আবহাওয়াতেও শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। যদিও দিনের বেলা এখানে তাপ বেশি, কিন্তু রাতের তাপমাত্রা কমে আসছে। অনেকেই ফ্যান বা এসি চালিয়ে ঘুমাতে গিয়ে ভোররাতে ফ্যানের গতি কমাতে বাধ্য হচ্ছেন বা এসি বন্ধ করছেন। শীতকাতুরে মানুষ এখনই গায়ে চাদর জড়াচ্ছেন।

রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১২টি আবহাওয়া স্টেশনের মধ্যে গতকাল তিনটিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলেও, বাকিগুলোতে তাপমাত্রা ২০-এর নিচে নেমে গেছে।

এদিকে, রাজধানীতেও তাপমাত্রা কমছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ আরও কমতে পারে বলে আবহাওয়াবিদ জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.