ঢাকা শহরের বায়ুদূষণের দৃশ্য: প্রতীকী ছবি
বায়ুদূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় আজ শনিবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বাতাসের মান ঢাকার চেয়েও খারাপ।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টার দিকে ঢাকার গড় বায়ুমান (একিউআই) ছিল ১৯১, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত। একই সময়ে খুলনার বায়ুমান ছিল ১৯৮, যা ঢাকার চেয়েও বেশি দূষিত।
শুক্রবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। তবে গতকালও রাজশাহী, রংপুর ও খুলনার বায়ু ঢাকার চেয়ে খারাপ ছিল।
আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর গুণগত মান নিয়ে এই লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে তথ্য দিয়ে মানুষকে সতর্ক করে।
বায়ুদূষণে আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ৬৪৩। এরপর দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৪৬।
রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানী ঢাকাকেও ছাপিয়ে যাচ্ছে অন্যান্য শহরের দূষণ।
আজ রাজধানীর আটটি এলাকায় দূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে দুটি স্থানের বায়ুর মান 'খুবই অস্বাস্থ্যকর' (২০০-এর উপরে)। স্থান দুটি হলো আইসিডিডিআরবি–সংলগ্ন এলাকা এবং দক্ষিণ পল্লবী। এ স্থান দুটির মান যথাক্রমে ২১১ ও ২০১। এ ছাড়া মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, বেজ এজ ওয়াটার আউটডোর, বেচারাম দেউড়ী, গোড়ান এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় বায়ুর মান ২০০-এর মধ্যে রয়েছে।

ঢাকার বর্তমান বায়ুর মানের প্রেক্ষিতে সংবেদনশীল গোষ্ঠীভুক্ত ব্যক্তিদের সুরক্ষায় কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন:
মাস্ক ব্যবহার: বয়স্ক, অন্তঃসত্ত্বা, শিশু বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে।
শরীরচর্চা: খোলা স্থানে শরীরচর্চা আপাতত বন্ধ রাখতে হবে।
জানালা বন্ধ: দূষিত বায়ু ঘরে প্রবেশ ঠেকাতে জানালা বন্ধ রাখতে হবে।
বায়ুদূষণ বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুর জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআই) কর্তৃক তৈরি 'এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৫'-এর হালনাগাদ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। প্রতিবেদনটি বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে উল্লেখ করেছে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
