দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'নান্দো' সোমবার (২২ সেপ্টেম্বর) নাগাদ একটি সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো এই সতর্কবার্তা নিশ্চিত করেছে। টাইফুনের সম্ভাব্য আঘাত মোকাবিলায় ফিলিপাইনে চলছে ব্যাপক প্রস্তুতি।
দেশটির অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে জরুরি নির্দেশনা জারি করেছে। উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা, এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ঝড় চলাকালীন জননিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে:
- নৌযান চলাচল বন্ধ: সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল, বিশেষ করে ছোট নৌকা এবং মাছ ধরার ট্রলারের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
- মদ্যপান নিষিদ্ধ: ঝড়ের সময় মদ্যপান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
- আশ্রয়কেন্দ্র প্রস্তুত: স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিদ্যুৎ সরবরাহ, এবং মানবিক সহায়তা নিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এই আশ্রয়কেন্দ্রগুলো বাস্তুচ্যুত মানুষ এবং নৌচালকদের জন্য ব্যবহার করা হবে।
কর্তৃপক্ষ আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।