× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সকালে ঢাকার আকাশ ঘোলাটে কেন? জানালো আবহাওয়া অধিদপ্তর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬ পিএম । আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬ পিএম

রাজধানীতে সকাল থেকেই আকাশ ছিল ঘোলাটে। খানিকটা মনে হচ্ছিল যেন কুয়াশা পড়ছে। পরিবেশদূষণ এর একটা কারণ বলছেন আবহাওয়াবিদ। আজ শনিবার সকালে দিয়াবাড়ি থেকে তোলা। ছবি: সংগৃহীত

শনিবার সকালে রাজধানী ঢাকার আকাশ ছিল অস্বাভাবিক ঘোলাটে। যেন কুয়াশার চাদরে ঢেকে আছে সবকিছু। এর সঙ্গে ছিল অসহনীয় ভ্যাপসা গরম আর গুমোট ভাব। সকাল ৬টা থেকে প্রায় ১০টা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে। পরে অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুমোট ভাব কিছুটা কেটে গিয়ে রোদের দেখা মিলেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন অস্বাভাবিক আবহাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, এখন বর্ষা মৌসুমের শেষ সময়। এই সময়টাতেই মূলত এমন আবহাওয়া দেখা যায়। এর প্রধান কারণ হলো ‘লো ক্লাউড’ বা মেঘ নিচে নেমে আসা।

বায়ুদূষণ ও আর্দ্রতার প্রভাব

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আরও বলেন, শুধু আবহাওয়াগত কারণ নয়, এর পেছনে পরিবেশ দূষণও অনেকাংশে দায়ী। সাধারণত বর্ষাকালে ঢাকার বায়ুদূষণ কম থাকে, তবে আজ শনিবার সকাল থেকে ঢাকার বায়ুর মান ছিল বেশ খারাপ। বেলা সাড়ে ১০টার দিকে বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। এ সময় আইকিউ এয়ারের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বায়ুমান ছিল ১৭০, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর।

এছাড়া, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গুমোট ভাব বেড়েছে বলে জানান তিনি।

বৃষ্টির সম্ভাবনা ও লঘুচাপ

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ ঢাকা এবং এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। অন্যদিকে, সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এটি আগামী বুধবার নাগাদ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় তৈরি হতে পারে, তবে এর প্রভাব কতটা হবে তা এখনো স্পষ্ট নয়।

গতকাল শুক্রবার রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি, তবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.