মৌসুমি বায়ুর দুর্বলতার কারণে সারা দেশে কমে গেছে বৃষ্টির পরিমাণ। এতে গত কয়েক দিন ধরে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে, সেই অপেক্ষায় আছে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়, যা ছিল ২১ মিলিমিটার। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা কমই থাকবে। এই সময়ে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেখা দিতে পারে। বিশেষ করে বৃষ্টিহীন অঞ্চলগুলোতে গরমের তীব্রতা বেশি থাকবে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান ন্যাশনাল ট্রিবিউনকে জানিয়েছেন, 'আগামী ৯ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তবে এর আগে দেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।' তিনি আরও বলেন, 'আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'